গুয়াহাটি: মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুজো কমিটগেুলিকে অনুদান দেওয়ার ঘোষণা করায় সমালোচনায় সরব হয়েছিল বিজেপি। কিন্তু সেই বিজেপি শাসিত অসমেও পুজোয় অনুদানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
প্রতিবারের মতো এবারেও অসমজুড়ে দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে। বারোয়ারি থেকে বনেদি— চলছে জোরকদমে তোড়জোড়। এ বছর ৭ হাজার ৭১৭টি দুর্গাপুজো কমিটির প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদান দিল হিমন্ত বিশ্বশর্মার সরকার। বুধবার স্বয়ং মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একথা জানান। তিনি এও বলেন, সুষ্ঠুভাবে যাতে রাজ্যজুড়ে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যেই এই অনুদান। ইতিমধ্যেই জেলাশাসকের দপ্তরকে অনুদানের টাকা পাঠানো হয়েছে। বাংলার মতো অসমবাসীও দুর্গাপুজো নিয়ে বছরভর অপেক্ষায় থাকেন। সেখানে পুজোর সংখ্যাও কম নয়। মানুষের সেই ভাবাবেগকে মাথায় রেখেই রাজ্য সরকারের তরফে পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া শুরু। এদিন পুজোর পাশাপাশি বিহু ওবং ভাওনা শিল্পের উন্নয়নের জন্যও রাজ্যজুড়ে অনুদান বরাদ্দ করা হয়েছে।