নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বুধবার কর্মীদের পুজোর বোনাস ঘোষণা করল রেল। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এসংক্রান্ত অনুমোদন মিলেছে। এই উৎপাদনভিত্তিক বোনাস (পিএলবি কিংবা প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস) হিসেবে ৭৮ দিনের মজুরির টাকা পাবেন যোগ্য রেল কর্মচারীরা। এক্ষেত্রে সর্বোচ্চ ১৭ হাজার ৯৫১ টাকা পর্যন্তই বোনাস মিলবে রেল কর্মীদের। তবে রেলের আয় বৃদ্ধি সত্ত্বেও বোনাসের পরিমাণ না বাড়ানোয় কেন্দ্রের মোদি সরকারের উপর যথেষ্টই ক্ষুব্ধ কর্মচারীদের একটি বড় অংশ। বুধবার রেলমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, রেলের ১০ লক্ষ ৯১ হাজার ১৪৬ জন নন-গেজেটেড কর্মী এই বোনাস পাবেন। এহেন উৎপাদনভিত্তিক বোনাস প্রদান খাতে রেলের খরচ হবে প্রায় ১ হাজার ৮৬৫ কোটি ৬৮ লক্ষ টাকা। এদিন রেল জানিয়েছে, ২০২৪-২৫ আর্থিক বছরে যাত্রী এবং পণ্য পরিবহণ উভয় ক্ষেত্রেই রাজস্ব আদায় ভালো হয়েছে। সংশ্লিষ্ট অর্থবর্ষে ১ হাজার ৬১৪ মিলিয়ন টনেরও কিছু বেশি পরিমাণ পণ্য পরিবহণ করেছে রেল। অন্যদিকে, ২০২৪-২৫ আর্থিক বছরে রেলের যাত্রী পরিবহণ হয়েছে প্রায় ৭৩০ কোটি। আর এই আয় বৃদ্ধির প্রসঙ্গেই রেল কর্তৃপক্ষের উপর বেজায় চটেছেন কর্মীদের একাংশ। রেল কর্মচারীদের সর্বভারতীয় সংগঠন ন্যাশনাল ফেডারেশন অব ইন্ডিয়ান রেলওয়েমেনের অভিযোগ, যদি আয় বাড়ে, তাহলে সেইমতো বোনাসের পরিমাণও বৃদ্ধি করা উচিত। অথচ রেল তা করেনি। বছরের পর বছর ধরে একই বোনাস দিয়ে যাচ্ছে।