জম্মু-কাশ্মীরে রাজ্যসভার ভোট ঘোষণা, চার আসনের তিনটিতে জয় নিশ্চিত ইন্ডিয়ার
বর্তমান | ২৫ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বুধবার জম্মু-কাশ্মীরের রাজ্যসভার নির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন। দীপাবলির পর আগামী ২৪ অক্টোবর ভোট। চার বছর ধরে খালি ছিল এই চারটি আসন। গত এক বছর হয়ে গেল বিধানসভা গঠন হয়ে গিয়েছে। তাও নির্বাচন করায়নি কমিশন। অবশেষে নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হল। আগামী ৬ অক্টোবর থেকে শুরু মনোনয়ন জমা দেওয়া।
জম্মু-কাশ্মীরে রাজ্যসভার নির্বাচন হওয়ায় সংসদের উচ্চকক্ষে বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’র শক্তি সামান্য হলেও বাড়তে চলেছে। চার আসনের মধ্যে তিনটিতে ‘ইন্ডিয়া’ জোটের জয় প্রায় নিশ্চিত। চতুর্থ আসনটিতে হবে লড়াই। যদিও তিন নিশ্চিত আসনের মধ্যে জম্মু-কাশ্মীরের শাসক দল ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স (এনসি) জোট শরিক কংগ্রেসকে আসন ছাড়বে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কারণ, কংগ্রেসের বিধায়ক মাত্র ছ’জন। এনসি’র ৪১। বিজেপির ২৮।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, চার আসনের মধ্যে দুটি আসনে ভোট হবে একসঙ্গে। তার জন্য একেকজন প্রার্থীকে পেতে হবে ৩০ টি ভোট। বাকি দুটি আসনে দু দফায় ভোট হবে। একেক প্রার্থীকে পেতে হবে ন্যূনতম ৪৫। ইন্ডিয়া জোটের কাছে আছে মোট ৫২ বিধায়ক। ফলে ৪৫টি ভোট দিয়ে দু দফায় দুজন প্রার্থীকে জেতানো সহজ। বাকি যে দুটি আসনে ৩০ টি করে ভোটের প্রয়োজন, সেখানে জোটের ভোট কম পড়ছে আটটি। সেই হিসেবে বিজেপির কম পড়ছে মাত্র দুটি। ফলে চতুর্থ আসন বিজেপির পাওয়া সহজ। তাই মেহবুবা মুফতি, অরবিন্দ কেজরিওয়ালের সামনে পরীক্ষা, তাঁরা থাকবেন কোনদিকে? পিডিপি’র রয়েছে তিন বিধায়ক। আম আদমি পার্টির এক। তিন নির্দল কোনও পক্ষেই নেই। জেকেপিসি’র রয়েছে একজন বিধায়ক। এঁদের প্রত্যেকের সমর্থন আদায়ে সমর্থ হলেই চতুর্থ আসনটিও ইন্ডিয়া জোট ছিনিয়ে নিতে পারে।