নয়াদিল্লি: ২০২৬ সালে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা। চলবে ১৫ জুলাই পর্যন্ত। এই সময় পর্বেই নেওয়া হবে দশম ও দ্বাদশের মূল পরীক্ষা। দ্বাদশের স্পোর্টস স্টুডেন্টদের পরীক্ষা। দশমের দ্বিতীয় বোর্ড পরীক্ষা ও দ্বাদশের সাপ্লিমেন্টারি পরীক্ষা।