• কার্যকালের মেয়াদ বাড়ল সিডিএসের
    বর্তমান | ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: কার্যকালের মেয়াদ বাড়ল চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহানের। আরও আট মাস তিনি ওই পদে থাকবেন। বুধবার তাঁর কার্যকালের মেয়াদ ২০২৬ সালের ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। মন্ত্রিসভায় নিয়োগ কমিটি এই এক্সটেনশন অনুমোদন করেছে। আগামী ৩০ সেপ্টেম্বর তাঁর অবসর গ্রহণের কথা ছিল। তাঁর আগেই এক্সটেনশন দেওয়া হল তাঁকে। জেনারেল চৌহান কেন্দ্রের সামরিক বিষয়ক বিভাগের সচিব হিসেবেও কাজ চালিয়ে যাবেন। ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর সিডিএস হিসেবে কার্যভার গ্রহণ করেছিলেন তিনি। 
  • Link to this news (বর্তমান)