শিবদিঘিতে মোহন মৃত্যুর কারণ খতিয়ে দেখবে এক্সপার্ট কমিটি
বর্তমান | ২৫ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বাণেশ্বরের শিবদিঘিতে মোহন (কচ্ছপ) মৃত্যুর কারণ খুঁজতে ও মোহন রক্ষায় পরামর্শ দিতে এবার তিন সদস্যের প্রাণী চিকিৎসকের এক্সপার্ট কমিটি গড়ে দিল রাজ্য প্রাণিসম্পদ দপ্তর। তারা শিবদিঘিতে এসে সরেজমিনে তদন্ত করবে। কোচবিহারের জেলাশাসক অরবিন্দকুমার মিনা সম্প্রতি এ বিষয়ে একটি এক্সপার্ট কমিটি গঠনের অনুরোধ জানিয়ে দপ্তরকে চিঠি করেছিলেন। তারপরেই এই নির্দেশিকা এসেছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই টিমে পশু চিকিৎসক প্রলয় মণ্ডল, অরুনাভ সাহা ও অভিরূপ মজুমদার থাকছেন। তাঁরা মোহন মৃত্যুর কারণ খতিয়ে দেখবেন। বাণেশ্বর শিবদিঘিতে যে কচ্ছপ রয়েছে, তারা ব্ল্যাক সফটশেল টার্টেল। প্রাচীনকাল থেকে তারা বংশপরম্পরায় শিবদিঘিতে বসবাস করছে। এদের থেকেই বংশবিস্তার করে বহু কচ্ছপ আশপাশের জলাশয়ে ছড়িয়ে গিয়েছে। সেই মোহনরা সুস্থ থাকলেও শিবদিঘিতে গত কয়েক বছর ধরে একের পর এক মোহনের মৃত্যু হচ্ছে। বহু মোহন অসুস্থ হয়েছে।
বাণেশ্বরের মোহন রক্ষা কমিটির সভাপতি তথা জেলা পরিষদের সদস্য পরিমল বর্মন বলেন, প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত। পরপর মোহন মৃত্যুর কারণ খুঁজে বের করে তা রোধ করা গেলে মোহনরা রক্ষা পাবে।
শিবদিঘিতে মোহনদের পরপর মৃত্যুর ঘটনায় এলাকায় দীর্ঘদিন ধরে ব্যাপক ক্ষোভ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এর আগে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও মোহনদের মৃত্যু কিন্তু বন্ধ হয়নি। এই পরিস্থিতিতে মোহন মৃত্যুর কারণ খুঁজতে এই টিম গঠন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
কোচবিহারের মহকুমা শাসক কুণাল বন্দ্যোপাধ্যায় বলেন, জেলাশাসক প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে চিঠি লিখেছিলেন। সেই কমিটি গঠন হয়েছে। তাঁরা কোচবিহারে পরিদর্শনে আসবেন।
কোচবিহারের এডিএফও বিজনকুমার নাথ বলেন, আগস্ট মাসে শিবদিঘিতে পাঁচটি মোহনের মৃত্যু হয়েছিল। তারপরেও আরও কয়েকটি মোহনের মৃত্যু হয়েছে। ২০২২ সালে পরপর মোহন মৃত্যুর ঘটনা বেশি ঘটেছিল।
করোনার সময় থেকে বাণেশ্বরের শিবদিঘিতে মোহন মৃত্যুর সংখ্যা বেড়েছে। তারপর বিভিন্ন সময়ে মোহনদের মৃত্যু ও অসুস্থতার ঘটনা ঘটতে থাকে। এভাবে চলতে থাকলে এক সময় শিবদিঘিতে মোহনদের বংশ রক্ষা করাই মুশকিল হয়ে দাঁড়াবে বলে অনেকে মনে করছেন। এই আবহেই জেলা প্রশাসন উদ্যোগ নেওয়ায় এবার মোহন রক্ষায় কাজে নামবেন চিকিৎসক, গবেষকরা।