• আলিপুরদুয়ারে ওয়ান স্টপে পাঁচ শিশুর অন্নপ্রাশন
    বর্তমান | ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: বুধবার মুখেভাত হল সিডব্লুসির ওয়ানস্টপে থাকা পাঁচ শিশুর। এর মধ্যে তিন কন্যাশিশু ও দুই পুত্রশিশু। সিডব্লুসি’র অধীন ওয়ান স্টপ সেন্টারে একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে ওই পাঁচটি শিশু লালিত পালিত হচ্ছে। 

    সুফল বাংলা স্টলের দ্বিতলে ওয়ান স্টপ সেন্টারে এই অন্নপ্রাশনের অনুষ্ঠানে পুরোহিত ছিলেন তরুণ গঙ্গোপাধ্যায়। অন্নপ্রাশনে রাখা হয়েছিল গঙ্গামাটি, ধান, দূর্বা, পেন ও রুপোর কয়েন। কন্যা শিশুদের পরনো হয়েছিল লাল চেলি ও শিশুপুত্রদের মাথায় ছিল টোপর। শাস্ত্রীয় রীতি মেনে ধুমধাম করে ওই পাঁচ শিশুর মুখেভাত অনুষ্ঠান হয়। 

    শিশুদের মুখে ভাত তুলে দেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক দেবব্রত রায়, সরকারি আইনজীবী সুহৃদ মজুমদার, প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার দিব্যেন্দু দত্ত ও জেলা পরিষদের মেন্টর মৃদুল গোস্বামী। সৌরভবাবু শিশুদের পোশাক উপহার দেন। মুখেভাত অনুষ্ঠানে পায়েস, ভাত, পাঁচ রকম ভাজা, ডাল, মাছ ও চাটনির পদ ছিল। ধান, দূর্বা, শঙ্খ ও গঙ্গামাটি এনে দেন সিডব্লুসির সদস্য শম্পা দাস। 

    সিডব্লুসির চেয়ারম্যান অসীম বসু বলেন, পাঁচটি শিশু বড় হচ্ছে। ওদেরও তো মুখেভাত প্রাপ্য। তাই এই মুখেভাত অনুষ্ঠানের প্রস্তাব দেওয়া হয়েছিল জেলাশাসক আর বিমলার কাছে। তাঁর সবুজ সংকেত পাওয়ার পর আমরা এই আয়োজন করি। পুরোহিত তরুণবাবু বলেন, বহু অন্নপ্রাশন অনুষ্ঠান করেছি। কিন্তু বুধবার পাঁচ শিশুর অন্নপ্রাশনের অনুষ্ঠানে উপস্থিত থেকে এক অন্য অনুভূতি পেলাম। 

    এসডিও বলেন, এখন প্রশাসনের দায়িত্ব পাঁচটি শিশুর নতুন স্থায়ী ঠিকানা খোঁজা। সেক্ষেত্রে নিঃসন্তান দম্পতিরা এই শিশুদের দত্তক নিতে চাইলে  সরকারি নিয়ম ও আইন মেনে আবেদন করতে পারবেন।  
  • Link to this news (বর্তমান)