• আদিবাসীদের কৃষ্টিকলা দেখা যাবে রথখোলা শিবাজি সংঘের প্যান্ডেলে
    বর্তমান | ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • অপু রায়, নকশালবাড়ি: নকশালবাড়ির রথখোলা শিবাজি সংঘের পুজোয় দেখা যাবে আদিবাসী জনজাতির কৃষ্টিকলা। বিভিন্ন মডেলের মাধ্যমে তা তুলে ধরা হচ্ছে। এবার এদের দুর্গাপুজো ৫৪তম বর্ষে পড়ল। চতুর্থীর সন্ধ্যায় পুজোর উদ্বোধন। 

    নকশালবাড়ির বারোয়ারি পুজোগুলির মধ্যে বিগ বাজেটের পুজো করে এরা। নতুন প্রজন্মের মধ্যে পুরনো সংস্কৃতি তুলে ধরতেই এমন থিম, দাবি আয়োজকদের। পুজো কমিটির কর্মকতারা জানিয়েছেন, কলকাতার শিল্পীরা থার্মোকল দিয়ে ওসব মডেল তৈরি করছেন। মণ্ডপের সঙ্গে সাযুজ্য রেখে ডাকেরসাজের প্রায় ১৭ ফুট চওড়া ও ১৫ ফুট উঁচু প্রতিমা নিয়ে আসা হবে। যা বাতাসির কুমোরটুলি থেকে আনা হচ্ছে। এছাড়াও চন্দননগরের আলোকসজ্জা করা হচ্ছে। মণ্ডপের ভিতরে নীল রঙের ২০০টি পালকো লাইট থাকছে। একইসঙ্গে ৫০ ফুট চওড়া একটি মেকানিক্যাল লাইটের গেট, ১৬টি কল্কার আলোকসজ্জা থাকবে। চতুর্থীর সন্ধ্যায় পুজো মণ্ডপের উদ্বোধন করা হবে। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, জেলাশাসক প্রীতি গোয়েল, পুলিশ সুপার প্রবীণ প্রকাশকে। 

    উদ্বোধনী অনুষ্ঠানে আদিবাসী মহিলারা রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন। এছাড়া পঞ্চমী থেকে দশমী পর্যন্ত প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাতে বিশেষ আর্কষণ থাকছে বিভিন্ন অসামাজিক বিষয় নিয়ে সচেতনমূলক নাটক। যা ক্লাব সদস্যরাই পরিচালনা করবেন। মানবপাচার, মাদকবিরোধী, পথ নিরাপত্তার মতো বিষয়গুলি তুলে ধরা হবে। 

    পুজো কমিটির সভাপতি বিদ্যুৎ দাস বলেন, শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি চা বাগান অধ্যুষিত ব্লক। এখানে আদিবাসী সম্প্রদায়ের বাস বেশি। আদিবাসীদের সংস্কৃতি আমরা মণ্ডপসজ্জায় তুলে ধরছি। আদিবাসী মহিলাদের নিয়ে রবীন্দ্রসংগীতের আয়োজন করা হয়েছে। কাজের টোপ দিয়ে চা বাগান থেকে মেয়েদের পাচারে চক্র সক্রিয় রয়েছে। নারী পাচারের মতো বিষয় রুখতে আমরা নাটক মঞ্চস্থ করব। বিসর্জনের দিন ৭০টি ঢাকি নিয়ে শোভাযাত্রা করা হবে। এবারে পুজোর বাজেট প্রায় ১৪ লক্ষ টাকা। 

    পুজো কমিটির যুগ্ম সম্পাদক বিষু ঘোষ ও পরিমল মজুমদার বলেন, দর্শনার্থীদের নিরাপত্তার খাতিরে পুজো মণ্ডপের ভিতরে ও বাইরে মোট সাতটি সিসি ক্যামেরা থাকবে। পুলিশের পাশাপাশি ক্লাবের ৭০ জন ভলান্টিয়ার মোতায়েন থাকবে। পুজো কমিটির সদস্য প্রবীর দাস, রণজিৎ সাহা, ওজন সাহা, পরিমল দাস, বাবুসোনা রায়, তপন শীল, প্রশান্ত পাল জানিয়েছেন, তাঁদের পুজো ব্লকের দর্শনার্থীদের মনজয় করবে। 

     নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)