এবার প্রথম দুর্গাপুজো দিনহাটার মাতালহাটের ত্রিদেবের বাজারে
বর্তমান | ২৫ সেপ্টেম্বর ২০২৫
রাজীব বর্মন, দেওয়ানহাট: রাস উৎসব, দোল, গণেশপুজোর পর দিনহাটার মাতালহাটের ত্রিদেবের বাজারে এ বছর থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো। এই পুজোকে কেন্দ্র করে খুশির হওয়া গ্রামের কচিকাঁচা থেকে প্রবীণ বাসিন্দাদের মধ্যে। মাতালহাটের বড়ভিটা রামকৃষ্ণ সংঘ ও পাঠাগারের উদ্যোগে এবার দুর্গাপুজোর প্রথম বর্ষ। অষ্টমীতে হবে কুমারীপুজো। ন’জ কুমারীকে দেবীরূপে পুজো করা হবে ওই দিন।
উদ্যোক্তারা জানিয়েছেন, অসমের লক্ষীপুরের রাজবাড়িতে পুজো করেন পুরোহিত পরিমল চক্রবর্তী। তিনি পুজো করতে আসছেন। শুধু তাই নয়, পুজোয় দুঃস্থদের মধ্যে নতুন পোশাক বিতরণও করা হবে। ষষ্ঠীর সন্ধ্যায় পুজোর উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছে কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন সহ পরিষদের সদস্য শ্রাবণী ঝা, গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবেন্দ্রনাথ রায়কে।
উদ্যোক্তারা জানান, বড়ভিটা ত্রিদেবের বাজারে রাসমেলা, দোল উৎসব, গণেশপুজো হলেও দুর্গাপুজো হয় না। আশপাশের গ্রামে দুর্গাপুজো হলেও সেটা ত্রিদেবের বাজার থেকে অনেকটাই দূরে। ফলে পুজোর সময় অন্যত্র গিয়ে অঞ্জলি দেওয়া থেকে দশমীতে সিঁদুর ছোঁয়াতে যেতে হয় গ্রামের মহিলাদের। তাছাড়া গ্রামের শিশু, কিশোর কিশোরীরা অন্যত্র গিয়ে পুজোর আনন্দ সেভাবে উপভোগ করতে পারে না। বাড়ির কাছে পুজো হলে তারা আরও বেশি করে আনন্দ উপভোগ করতে পারবে। বয়স্ক ও অসুস্থরাও বাড়ির কাছেই দেবী দর্শন করতে পারবেন। এসব বিষয়কে মাথায় রেখেই এবার থেকে শুরু করা হল দুর্গাপুজো।
বড়ভিটা রামকৃষ্ণ সংঘ ও পাঠাগার বাজারের পাশেই সুরেন্দ্রনাথ হাইস্কুলের মাঠে তৈরি হচ্ছে প্যান্ডেল। পুজো কমিটির সম্পাদক বিষ্ণু বর্মন বলেন, ত্রিদেবের বাজারে প্রতিবছর রাসমেলা, কালীপুজো, দোল উৎসব হয়। কিন্তু দুর্গাপুজো এতদিন হতো না। এখানকার বাসিন্দাদের অঞ্জলি দিতে যেতে হয় পাশের গ্রামে। তাই আমরা এবার থেকে পুজো শুরু করার সিদ্ধান্ত নিই। গ্রামের লোকজন মিটিং করে দায়িত্ব ভাগ করে পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছি। সকলেই সহযোগিতা করছেন। ষষ্ঠীতে দেবীর বোধন।
পুজো কমিটির সভাপতি কৃষ্ণকান্ত বর্মন বলেন, অসমের লক্ষীপুরের রাজবাড়ির পুরোহিত আমাদের পুজো করতে আসবেন। এবার ছোট আয়োজন হলেও আগামী বছর আরও আগে থেকে প্রস্তুতি নিয়ে আমরা পুজো করতে ঝাঁপাব। নিজস্ব চিত্র।