বাঁশের কারুকার্যে কাল্পনিক মন্দির ফুটে উঠছে রাজগঞ্জের শ্রী সংঘে
বর্তমান | ২৫ সেপ্টেম্বর ২০২৫
পবিত্র রায়, রাজগঞ্জ: রাজগঞ্জ ব্লকের অন্যতম শ্রী সংঘ সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজোর প্রস্তুতি প্রায় শেষ। গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেছেন। এবছর পুজোর ৬৯তম বর্ষ। বিগত কয়েক বছর ধরে শ্রী সংঘ মণ্ডপসজ্জায় নিত্যনতুন থিম বানিয়ে উপহার দেয় দর্শনার্থীদের। এবছরও বিশেষ চমক রয়েছে। ১১ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হবে পুজোমণ্ডপ।
এবারের মণ্ডপ ফুটিয়ে তোলা হচ্ছে বাঁশের কারুকার্যে। কাল্পনিক মন্দির তৈরি করা হচ্ছে। প্রতিমা নিয়ে আসা হচ্ছে শিলিগুড়ির কুমারটুলি থেকে। পুজোর রাস্তাজুড়ে থাকবে চোখ ধাঁধানো চন্দননগরের আলোকসজ্জা।
ক্লাবের সদস্যরা জানিয়েছেন, ১৯৫৬ সালে শুরু হয় শ্রী সংঘের সর্বজনীন দুর্গাপুজো। সেই থেকেই ক্লাব ও পাড়ার সকলে মিলে এই পুজোর আয়োজনে মেতে ওঠেন। তবে এখন পুজোর দায়িত্ব নিয়েছেন পাড়ার যুবকরাই। পুজোর কয়েকটা দিন ছোটবড় সকলে একত্রিত হয়ে পুজো মণ্ডপে সময় কাটান। উৎসবে মেতে ওঠেন।
ক্লাব সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়, পুজো কমিটির সভাপতি শেখ ওমর ফারুক বলেন, এবারে পুজোর বাজেট ১১ লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ভার্চুয়ালি আমাদের পুজোর উদ্বোধন করেছেন। দুর্গাপুজোর অনুদান পেয়েছি। ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে। এবছর বাঁশের কারুকার্যে সাজানো হচ্ছে পুজোমণ্ডপ। প্রতিমা ও আলোকসজ্জাতেও থাকছে নতুনত্ব। পঞ্চমী থেকে শুরু করে দশমী পর্যন্ত থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। নবমীতে প্রসাদ বিতরণ করা হবে। নিজস্ব চিত্র।