• তছনছ করে দিচ্ছে প্যান্ডেলের নকশা, প্রতিমার সাজ বাঁদরের উপদ্রবে মাথায় হাত উদ্যোক্তাদের
    বর্তমান | ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বাঁদরের উপদ্রবে মাথায় হাত পুজো উদ্যোক্তাদের। দল বেঁধে হানা দিচ্ছে বাঁদরের দল। মণ্ডপের সূক্ষ্ম কারুকার্য থেকে প্রতিমার সাজ, সবটাই নষ্ট করে দিচ্ছে বাঁদর। ফলে আবার নতুন করে সেসব করতে হচ্ছে। বাধ্য হয়ে বনদপ্তরের দ্বারস্থ হয়েছেন উদ্যোক্তারা। জাল দিয়ে বাঁদর ধরার চিন্তাভাবনা করছে তাঁরা।

    জলপাইগুড়ি শহর সংলগ্ন পাতকাটা কলোনির দু’টি পুজো কমিটি বাঁদরের উপদ্রবে রীতিমতো নাজেহাল। পাতকাটায় পাশাপাশি দু’টি বিগ বাজেটের পুজো রয়েছে। একটি অগ্রণী সংঘ অন্যটি কালচারাল ক্লাবের। দু’টি মণ্ডপেই বাঁদরের সমান উপদ্রব। ভোরের আলো ফুটতে না ফুটতেই মণ্ডপে হানা দিচ্ছে বাঁদরের দল। টেনে হিঁচড়ে কার্যত লন্ডভন্ড করে দিচ্ছে প্যান্ডেলের নকশা থেকে প্রতিমার সাজ।

    এতদিন বাঁদরের উপদ্রবে পাতকাটা কলোনির সাধারণ মানুষ অতিষ্ঠ হচ্ছিলেন। কিন্তু এখন বাঁদরের বাঁদরামি পুজো উদ্যোক্তাদের কপালে রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে। রাতে প্যান্ডেলে ফিনিশিং টাচ দিচ্ছেন শিল্পীরা। কিন্তু পরদিন সকালে উদ্যোক্তারা মণ্ডপে এসে দেখছেন, বাঁদর সবটাই নষ্ট করে দিয়েছে। এমনিতেই এখন প্রতিমা শিল্পীদের নাওয়াখাওয়ার সময় নেই। তার উপর বারবার বাঁদর প্রতিমার সাজ নষ্ট করে দেওয়ায় পাতকাটা কলোনির মণ্ডপে এসে তা ঠিক করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে প্রতিমা শিল্পীদের। ফলে পুজোর দিনগুলিতে বাঁদরের উপদ্রব রুখতে বনদপ্তর পদক্ষেপ নিক, এমনটাই চাইছেন পুজো উদ্যোক্তা থেকে স্থানীয় পঞ্চায়েত প্রধান প্রত্যেকেই।

    পাতকাটা কালচারাল ক্লাবের সম্পাদক সুব্রত ধর বলেন, আমাদের প্যান্ডেলে প্রতিমা এসে গিয়েছে। কিন্তু বাঁদরের দল প্রতিমার সাজ নষ্ট করে দিচ্ছে। প্যান্ডেলও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক রাত পর্যন্ত উদ্যোক্তারা প্যান্ডেলে থাকছেন। ফলে তাঁরা ভোরে আসতে পারছেন না। এই সুযোগে একসঙ্গে দল বেঁধে বাঁদর এসে সব তছনছ করে দিচ্ছে। আবার নতুন করে সবটা করতে হচ্ছে। বনদপ্তরের কাছে আমরা আবেদন জানিয়েছি, পুজোর সময় বাঁদরের উপদ্রপ ঠেকাতে তারা যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। 

    স্থানীয় পাহাড়পুর পঞ্চায়েতের প্রধান অনিতা রাউত বলেন, এলাকায় বাঁদরের উপদ্রপ নতুন নয়। বাসিন্দাদের ঘরে ঢুকে বাঁদর কৌটো খুলে বিস্কুট নিয়ে চলে যাচ্ছে। ঘর থেকে খাবারদাবারও নিয়ে যাচ্ছে। এখন পুজো প্যান্ডেলেও হানা দিচ্ছে বাঁদরের দল।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)