শিলিগুড়িতে ৬ কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার, ধৃত চার
বর্তমান | ২৫ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সোনা পাচারের আন্তর্জাতিক চক্রের পর্দাফাঁস করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ (ডিআরআই)। দপ্তর জানিয়েছে, ৫ কেজি ৬১৯ গ্রাম সোনা সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল— পঙ্কজ কুমার, সুরজ কুমার, আশিস কুমার ও সৌভিক পান। এদের মধ্যে প্রথম দু’জনের বাড়ি বিহারের কিষানগঞ্জে। বাকি দু’জন মেদিনীপুরের বাসিন্দা। ডিআরআইয়ের আইনজীবী রতন বণিক বলেন, উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় ৬ কোটি ২৯ লক্ষ টাকা। এদিন চার পাচারকারীকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ৮ অক্টোবর পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।
ডিআরআই সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে বিহারের কিষানগঞ্জের একটি মহিলা কলেজের সামনে থেকে দু’জনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে ওই এলাকারই একটি ফ্ল্যাট থেকে বাকি দু’জনকে গ্রেফতার করা হয়। তল্লাশির সময় ধৃতদের কাছ থেকে মোট ৪৮টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। যার প্রতিটির ওজন ১১০ থেকে ১১২ গ্রাম করে। এছাড়াও নগদ প্রায় দুই লক্ষ টাকা তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে।
ধৃতদের জেরা করে জানা গিয়েছে, এই বিপুল পরিমাণ সোনা বাংলাদেশ থেকে ভারতে আনা হয়েছে।কিষানগঞ্জ থেকে রাজধানী এক্সপ্রেস তা দিল্লিতে পাচার করার পরিকল্পনা ছিল। ধৃতদের বুধবার শিলিগুড়ি আদালতে পেশ করা হলে বিচারক আগামী ৮ অক্টোবর পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের তদন্তকারী অফিসাররা খতিয়ে দেখছেন, ধৃতরা শুধু ক্যারিয়ার হিসেবে কাজ করছিল, নাকি তাদের সরাসরি আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে যোগ রয়েছে। এই ঘটনায় আরও বড় পাচার চক্রের জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আদালত সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকটি সোনায় বিদেশি মার্ক করা আছে এবং সেগুলিকে বাংলাদেশ থেকে এপারে মালদহ, কোচবিহার জেলায় নিয়ে আসা হয়েছিল। সেখান থেকে সোনার বিস্কুটগুলিসড়ক পথে বিহারে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতেওসব দিল্লি নিয়ে যাওয়ার ছককষা হয়েছিল। কিন্তু কোনওভাবে সমস্ত পরিকল্পনাই সূত্র মারফত পৌঁছে যায় ডিআরআইয়ের কাছে।তাই সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে হাতেনাতে সাফল্য পান কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। ডিআরআইয়ের আইনজীবী রতন বণিক বলেন, উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় ৬ কোটি ২৯ লক্ষ টাকা। এদিন চার পাচারকারীকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ৮ অক্টোবর পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।