বাথরুম যাওয়ার নাম করে পুলিশ হেপাজত থেকে চম্পট মহিলা বন্দি
বর্তমান | ২৫ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, ফালাকাটা: আদালতের নির্দেশে পুলিশ হেপাজতে থাকা মহিলা বন্দি পালানোর ঘটনায় বুধবার সকাল থেকে হুলস্থুল পড়ে যায় ফালাকাটায়। এদিন সকালে বাথরুমে যাওয়ার নাম করে ওই বন্দি উধাও হয়ে যায়। পুলিশ ওই মহিলাকে মাদক মামলায় সোমবার রাতে গ্রেফতার করেছিল। পুলিশের লকআপ থেকে বন্দি পালানোর ঘটনায় ফালাকাটা থানার কর্মীদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে। ঘটনার পর আলিপুরয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানিয়েছিলেন, কী করে বন্দি পালাল, খতিয়ে দেখা হচ্ছে। কোনও কর্মীর কর্তব্যে গাফিলতি ধরা পড়লে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। যদিও রাত ১০টা নাগাদ বীরপাড়া চা বাগান এলাকা থেকে তাকে পাকড়াও করা হয় বলে পুলিশ সূত্রে খবর।
ফালাকাটা থানার এক অফিসার জানিয়েছেন, ধুলাগাঁও মুণ্ডাপাড়ায় ২২ সেপ্টেম্বর রাতে মাদক বিরোধী অভিযানে যাওয়া হয়েছিল। সেখান থেকে সাড়ে ৩৩ হাজারেরও বেশি নেশার ট্যাবলেট বাজেয়াপ্ত করার পাশাপাশি মাদক পাচারের ঘটনায় জড়িত থাকায় মমতাজ সুলতানা নামে ওই মহিলাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছিল। মঙ্গলবার অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছিল। আদালত ধৃতকে তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেয়। সেই মতো মঙ্গলবারই তাকে ফালকাটা থানায় নিয়ে আসা হয়। রাতে থানার লকআপেই ছিল সে। বুধবার সকালে ধৃত মহিলাকে জেরা করার জন্য লকআপ থেকে নির্দিষ্ট রুমে নিয়ে আসা হয়। সেই সময় ওই মহিলা বাথরুম যাবে বলে জানায়। ডিউটিতে থাকা এক সিভিক ভলান্টিয়ার মহিলাকে বাথরুমে নিয়ে যান। কিন্তু দীর্ঘসময় পেরিয়ে গেলেও মহিলা বাথরুম থেকে বেরিয়ে না আসায় সন্দেহ হয়। এর পরেই বাথরুমে দরজা খুলতেই দেখা যায় ওই মহিলা পাগারপার।
পুলিশ হেপাজত থেকে বন্দি পালানোর ঘটনাকে কেন্দ্র করে ফালাকাটা থানায় হুলস্থুল পড়ে যায়। থানার সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে, সকাল ৭টা ৫০ মিনিটে ওই মহিলা আসামি থানার গেট দিয়ে বের হয়ে সোজা পশ্চিম দিকে হাটখোলা হয়ে পশ্চিম ফালাকাটার দিকে যাচ্ছে। ফুটেজ দেখে পুলিশ কর্মীরা সংশ্লিষ্ট রুট ধরে এগতে থাকে। তবে তাকে আর পাওয়া যায়নি। খবর পুলিশের শীর্ষ মহল পর্যন্ত পৌঁছে যায়। থানায় আসেন জেলা পুলিশের পদস্থ কর্তারা। এরপর ফালাকাটার বিভিন্ন এলাকায় শুরু হয় নাকাচেকিং। পাশাপাশি পার্শ্ববর্তী ধূপগুড়ি, মাদারিহাট, বীরপাড়া, ঘোকসাডাঙা থানার পুলিশকে জানিয়ে সংশ্লিষ্ট এলাকার রাস্তায় চলে তল্লাশি।
এসপি বলেন, ফালাকাটা থানার পুলিশ লকআপ থেকে মহিলা আসামি পালিয়ে গিয়েছে। ওই সময় সেন্ট্রি দায়িত্ব পরিবর্তন করছিলেন। অভিযুক্তকে ধরতে সব ধরনের চেষ্টা চলছে। সেই সময় থানায় ডিউটিতে থাকা অফিসার, সেন্ট্রি কনস্টেবল সহ অন্য পুলিশ কর্মীদের কর্তব্যে অবহেলার বিষয়ে তদন্ত হবে। এজন্য জয়গাঁর এসডিপিও’কে তদন্তে দায়িত্ব দেওয়া হয়েছে। ফালাকাটা থানা। (ইনসেটে) মমতাজ সুলতানা।