তৃণমূলের প্রাক্তন প্রধানের বাড়ির সামনে রাতে বোমাবাজি, চাঞ্চল্য
বর্তমান | ২৫ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, দিনহাটা: পুজোর মুখে ফের বোমবাজি দিনহাটায়। যা ঘিরে বুধবার দিনভর চর্চা চলে মহকুমার বিভিন্ন এলাকায়। দিনহাটা-২ ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তিন জায়গায় মঙ্গলবার গভীর রাতে বোমাবাজি হয়। যা নিয়ে রাত থেকে ভোর পর্যন্ত ব্যাপক আতঙ্ক ছড়িয়ে থাকে গোটা গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিলকালাই ঘাঁটি, নতুন বাজার, সাহেবগঞ্জে একের পর এক বোমা পড়ায় বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের বাড়িঘর। এরমধ্যে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধানের বাড়ির সামনেও একটি বোমা পড়ে।
গ্রামবাসীরা জানিয়েছেন, প্রাক্তন প্রধান কোহিনুর বিবির স্বামী মিন্টু রহমানের বাড়ির সামনে রাত আড়াইটে নাগাদ একটি বোমা পড়ে। পরবর্তীতে সেখান থেকে একটি তাজা বোমা এবং ফেটে যাওয়া বোমার সুতলি উদ্ধার হয়। খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিস ঘটনাস্থলে আসে। তারা তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায়। একই সময়ে নতুন বাজার সংলগ্ন একটি অফিসের পিছনে, সাহেবগঞ্জে বোমাবাজি হয়। আতঙ্কিত স্থানীয়রা ভোররাতে থানায় খবর দেন।
বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন দিনহাটা-২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপককুমার ভট্টাচার্য। তিনি অভিযোগ করেন, পরিকল্পনামাফিক এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে ভীতি সঞ্চার করার চেষ্টা করছে দুষ্কৃতীরা। ওরা যে দলেই থাকুক না কেন, কাউকেই রেয়াত করা হবে না। আমরা পুলিশকে অনুরোধ করেছি দুষ্কৃতীদের খুঁজে বের করুন।
তবে প্রাক্তন প্রধানের স্বামী মিন্টু রহমান বোমবাজির পিছনে দলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ করেছেন। নতুন যুব সভাপতি ঘোষণা হয়েছে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতে। তারপরেই এই সন্ত্রাসের ঘটনা বলে দাবি তাঁর। যদিও অভিযোগ অস্বীকার করেছেন নতুন যুব সভাপতি আব্বাস শেখ।
মিন্টু রহমান বলেন, হঠাৎ রাতের বেলায় আমাদের বাড়ি টার্গেট করে বোমা ছোড়া হয়েছে। দলের নতুন অঞ্চল যুব সভাপতি ঘোষণার পরই অশান্তি বাড়ছে। তারপরেই আমাদের এলাকায় এই সন্ত্রাসের ঘটনা ঘটল। দলের শীর্ষ নেতৃত্বকে সব জানিয়েছি। অন্যদিকে, নয়া যুব সভাপতি আব্বাস বলেন, দলে কোনও কোন্দল নেই। বোমাবাজির ঘটনায় দলের কেউ জড়িত নেই। যদি কেউ অভিযোগ করেন সেটি তাঁর ব্যক্তিগত অভিমত। • প্রাক্তন প্রধানের বাড়িতে তৃণমূল নেতৃত্ব। - নিজস্ব চিত্র।