• পুজোর মুখেও মেলেনি বেতন রায়গঞ্জ পুরসভায় বিক্ষোভ, বালুরঘাট হাসপাতালে কর্মবিরতি
    বর্তমান | ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ ও সংবাদদাতা, বালুরঘাট: দেবীপক্ষ শুরু। কিন্তু এখনও দু’মাসের বেতন বকেয়া। বোনাসও হয়নি। ফলে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ আছড়ে পড়ল রায়গঞ্জ পুরসভা ও বালুরঘাট জেলা হাসপাতালে।  

    অস্থায়ী কর্মীরা বুধবার রায়গঞ্জ পুরসভার সামনে জমায়েত হয়ে বকেয়া বেতনের দাবিতে সরব হন। শেষপর্যন্ত অবশ্য পুর কর্তৃপক্ষের অনুরোধে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, তাদের ন্যায্য পাওনা ধাপে ধাপে আমরা মিটিয়ে দেব। 

    আন্দোলনকারীদের দাবি,জুলাই এবং আগস্ট মাসের বেতন ও পুজোর বোনাস মেলেনি। তাই এদিন বিক্ষোভে শামিল হন তাঁরা। কয়েকদিন বাদেই পুজো। এই পরিস্থিতিতে পুরো বকেয়া না পেলে আর্থিক সমস্যায় পড়বেন তাঁরা। দিনকয়েক আগেও তাঁরা আন্দোলন করেছেন। সেসময়ও তাঁদের মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয় বলে অভিযোগ। 

    আন্দোলনকারীরা জানিয়েছেন, পুরসভার অস্থায়ী কর্মীদের একাংশকে দু’মাসের বেতন দেওয়া হয়েছে। কিন্তু আরেক অংশ বকেয়া বেতন ও বোনাস পাননি। আন্দোলনকারী শঙ্কর রায় বলেন, বিক্ষোভ প্রত্যাহারের জন্য উপ পুরপ্রশাসক অরিন্দম সরকার আমাদের অনুরোধ করেন। কর্তৃপক্ষের তরফেও আশ্বাস দেওয়া হয় বকেয়া মেটানোর। বলা হয়েছে, জুলাই মাসের বেতন ও বোনাসের অর্ধেক দেওয়া হবে। সেই মতো আমরা এদিন আন্দোলন তুলে নিলাম। কিন্তু আমরা খুব সমস্যায় আছি। বিক্ষোভকারীদের আক্ষেপ, ৮০ থেকে ৮৫ দিন কাজ করে তাঁরা ৩০ দিনের বেতন পাচ্ছেন। অনেক বকেয়া থেকে যাচ্ছে।

    বকেয়া বেতনের দাবিতে এদিন অবস্থান বিক্ষোভে বসেন বালুরঘাট জেলা হাসপাতালের অস্থায়ী কর্মীরাও। তাঁদের সাফ কথা, বকেয়া বেতন না পাওয়া  পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে। পাশাপাশি তাঁরা আংশিক কর্মবিরতিও পালন করেন। 

    বালুরঘাট জেলা হাসপাতালের অস্থায়ী কর্মীরাও দু’মাস বেতন পাননি বলে অভিযোগ। কাজ করেও পুজোর মুখে টাকা না পেয়ে চরম সমস্যায় তাঁরা। কর্মীদের দাবি, বেতন না মেলায় ছেলেমেয়েদের জামাকাপড় কেনা হয়নি। 

    হাসপাতালের অস্থায়ী কর্মীরা একটি সংস্থার অধীনে কাজ করেন। সংস্থার আধিকারিকদের আশ্বাসেও অবস্থান কর্মসূচি তুলে নিতে রাজি হননি বিক্ষোভকারীরা।

    ওই সংস্থার ম্যানেজার ধ্রুবরঞ্জন চৌধুরী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছে, কিছু সমস্যার জন্য বেতন দেরিতে হচ্ছে। আজ কিংবা আগামিকালের মধ্যে বেতন ঢুকে যাবে। এবিষয়ে হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ বলেন, স্বাস্থ্য ভবনের সঙ্গে ওই সংস্থার কথা হয়েছে। আজকের মধ্যে বেতন ঢুকে যেতে পারে। বিক্ষোভের প্রয়োজন নেই। 

    যদিও আশ্বাসে মন গলছে না ‌঩‌অর্চনা সাহা চক্রবর্তী, প্রেমনাথ দাসদের মতো অনেক অস্থায়ী কর্মীর।

    অর্চনার কথায়, পুজোই চলে এল। বেতন পাচ্ছি না। পরিবারের কাউকে এখনও জামাকাপড় কিনে দিতে পারিনি। বেতন না পাওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)