• বদ্রীনাথ ধামের আদলে কাটোয়ার আদর্শপল্লি অ্যাথলেটিকের মণ্ডপ
    বর্তমান | ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কাটোয়া: কাটোয়ার আদর্শপল্লি অ্যাথলেটিক ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপ তৈরি হচ্ছে বদ্রীনাথ ধামের আদলে। এই পুজো এবার ৭০ বর্ষে পা দিল। মন্দিরের প্রতিটি সূক্ষ্ম কারুকাজ তুলে ধরা হচ্ছে মণ্ডপে। ফোম, কাপড়, থার্মোকল এবং নানা হালকা উপকরণ ব্যবহার করে গড়ে তোলা হয়েছে বিশাল এই মণ্ডপ। বদ্রীনাথ মন্দিরের প্রতিটি কারুকার্য শিল্পীর নিপুণ হাতে জীবন্ত হয়ে উঠেছে। শুধুমাত্র বাইরের ভাস্কর্যই নয়, মন্দিরের আধ্যাত্মিক আবহাওয়াও রক্ষা করার চেষ্টা করা হয়েছে আলো ও শব্দের ব্যবহারে। রাতের মায়াবী আলোয় মণ্ডপকে এক নিঃশব্দ ধ্যানস্থানে পরিণত করা হবে। যেখানে দাঁড়িয়ে শুধু মুগ্ধতাই জন্ম নিতে পারে। যা দর্শনার্থীদের নজর কাড়বে বলে দাবি পুজো উদ্যোক্তাদের।

    পুজো কমিটির সম্পাদক উজ্জ্বল দাস বলেন, অনেকেই বদ্রীনাথ ধাম দেখেননি। কিন্তু প্রায় সবাই একবার সেখানে যেতে চাই। তাই আমরা থিমের মাধ্যমে ওই মন্দিরকে তুলে ধরতে চেয়েছি। এবার প্রায় ৮ লক্ষ টাকা খরচ করে পুজো করা হচ্ছে। পুজো ঘিরে চারদিন ধরেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

    শুধু মণ্ডপেই নয়, প্রতিমাতেও আনা হয়েছে বৈশিষ্ট্য। বাঁকুড়ার টেরাকোটাকে তুলে ধরার জন্য প্রতিমাও টেরাকোটার আদলে গড়ে তোলা হয়েছে। মণ্ডপ নির্মাণে যুক্ত শিল্পীরা জানান, বহু পর্যবেক্ষণের পর বদ্রীনাথের আদলে এই থিম মণ্ডপটি পরিকল্পনা করা হয়েছে। মন্দিরের প্রধান স্তম্ভ, গম্বুজ, প্রবেশপথের ধাঁচ, অভ্যন্তরের আলোকসজ্জা, সবকিছুতেই অবিকল করা হয়েছে। মূল মন্দিরের আভিজাত্য বজায় রাখা হয়েছে। পুজো উদ্যোক্তারা মনে করছেন, দর্শনার্থীরা এবছর শুধু পুজো দেখতে নয়, বরং উত্তরভারতের ঐতিহাসিক ধর্মস্থানকে অনুভব করতেই আসবেন। পুজো উদ্যোক্তারা বলেন, আমাদের ক্লাবের এই প্রয়াস নিঃসন্দেহে ধর্ম ও শিল্পের অপূর্ব সমন্বয়ের এক দৃষ্টান্ত হয়ে উঠেছে। দুর্গাপুজোর প্রথাগত গণ্ডি পেরিয়ে থিমপুজো যখন এক নতুন শিল্পধারার জন্ম দিচ্ছে, তখন এই ধরনের থিম আমাদের সংস্কৃতির গভীরতাকেও তুলে ধরছে। এবারের দুর্গাপুজোয় বদ্রীনাথধামের মণ্ডপ যেন নতুন এক দৃষ্টিভঙ্গি এনে দিল। যেখানে দেবীদুর্গা কেবল শক্তির প্রতীক নন,  তিনিও শিল্প ও সংস্কৃতির ধারক।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)