পুজো উদ্বোধনে পদ্মকে টেক্কা ঘাসফুল শিবিরের, আরামবাগে জনসংযোগ প্রতিযোগিতায় দুই দল
বর্তমান | ২৫ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: পুজো উদ্বোধনেও একে অপরকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতা চলছে। আরামবাগে তৃণমূল ও বিজেপির নেতা-নেত্রীরা একাধিক পুজো মণ্ডপ উদ্বোধনের আমন্ত্রণ পেয়েছেন। আজ, বৃহস্পতিবার থেকে আরামবাগ মহকুমার বিভিন্ন জায়গায় পুজো উদ্বোধন শুরু হতে চলেছে। তবে পঞ্চমী ও ষষ্ঠী তিথিতে সবচেয়ে বেশি পুজো মণ্ডপ উদ্বোধন হবে। উদ্বোধকের তালিকায় রয়েছেন আরামবাগের সংসদ সদস্য তৃণমূলের মিতালি বাগ, আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী। বিজেপির বিধায়ক ও জেলা সভাপতিরাও পুজো উদ্বোধনের ডাক বিভিন্ন উদ্যোক্তাদের তরফে পেয়েছেন বলে জানিয়েছেন। জনপ্রতিনিধিদের দাবি, কখন কোন পুজো মণ্ডপ উদ্বোধন করবেন, তা ম্যানেজ করা নিয়েই তাঁরা চিন্তায় পড়েছেন। তবে আমন্ত্রণ আসা সব পুজো মণ্ডপেই তাঁরা যাওয়ার আশ্বাস দিয়েছেন। পুজোর পরই ২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা কার্যত বেজে যাবে। রাজনৈতিক মহলের দাবি, তাই নিজেদের দলের প্রতি আস্থা জোগাতে মরিয়া শাসক, বিরোধী সব দলই।
আরামবাগের সাংসদ মিতালিদেবীর দাবি, তিনি শ’খানেক পুজো মণ্ডপ উদ্বোধনের আমন্ত্রণ পেয়েছেন। তিনি বলেন, চতুর্থীতে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পাশাপাশি অন্যান্য জায়গায় সরাসরি পুজো মণ্ডপ উন্মোচনের ডাক পেয়েছি। এছাড়া পঞ্চমী ও ষষ্ঠীতে বিপুল সংখ্যক উদ্বোধন রয়েছে। কোথায় কোথায় যাব, তা ঠিক করতে হিমশিম খাচ্ছি। প্রত্যেকের আমন্ত্রণই আন্তরিক। তাই সব জায়গায় যাওয়ার চেষ্টা করব।
পুরশুড়ার বিধায়ক বিজেপির বিমান ঘোষ বলেন, আরামবাগ সাংগঠনিক জেলায় এখনও পর্যন্ত ৫০টি পুজো উদ্বোধনের আমন্ত্রণ পেয়েছি। পুরশুড়ার পাশাপাশি আরামবাগ, গোঘাট সহ অন্যান্য জায়গাতেও ডাক রয়েছে। এছাড়া ভিনজেলায় পুজো দেখতে যাওয়ার আমন্ত্রণও রয়েছে। পঞ্চমী ও ষষ্ঠীতে বিকেল থেকে রাত পর্যন্ত উদ্বোধন অনুষ্ঠান চলবে।
আরামবাগ পুরসভার চেয়ারম্যান তৃণমূলের সমীরবাবু বলেন, শহরে বেশ কয়েকটি পুজো উদ্বোধনের আমন্ত্রণ পেয়েছি। সেগুলিতে যাব।
বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা বলেন, প্রায় ১০টি পুজো মণ্ডপ উদ্বোধনের আমন্ত্রণ পেয়েছি। সব বিধানসভা এলাকায় কয়েকটি করে উদ্বোধন করব।
উল্লেখ্য, মহালয়ার দিন থেকেই আরামবাগ মহকুমায় ভার্চুয়াল মাধ্যমে পুজো মণ্ডপের উদ্বোধন শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও কয়েকদিন তা চলবে। প্রশাসনের ব্যবস্থাপনায় মণ্ডপগুলির উদ্বোধন হচ্ছে। এছাড়াও স্থানীয় জন প্রতিনিধিদের মাধ্যমেও নিজেদের পুজো মণ্ডপ উদ্বোধন করানোর তৎপরতা শুরু করেছেন উদ্যোক্তারা। সেই উদ্বোধকের তালিকায় তৃণমূলের জন প্রতিনিধিদের পাশাপাশি রয়েছেন বিজেপির বিধায়করাও।
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে আরামবাগ মহকুমায় চারটি বিধানসভাতেই বিজেপি জেতে। কিন্তু, গত লোকসভা নির্বাচনে তৃণমূলের মিতালিদেবী ভোটে জিতে সাংসদ হয়েছেন। ফলে আগামী বিধানসভা নির্বাচনে আরামবাগে যুযুধান দুই দলের টাফ ফাইট হতে চলেছে। ভোটের আগে শেষ দুর্গাপুজোয় উদ্যোক্তাদের সঙ্গে সংযোগকেও কার্যত হাতিয়ার করছেন রাজনীতির কারবারিরা। -নিজস্ব চিত্র