• জ্বালানির খরচে রাশ, কৃষ্ণনগর পুলিশ পেল ৬টি ইলেক্ট্রিক গাড়ি
    বর্তমান | ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: জ্বালানির খরচ কমাতে এবং টহলদারির কাজকে আরও আধুনিক ও কার্যকর করতে কৃষ্ণনগর জেলা পুলিশে যোগ হল ছ’টি ইলেক্ট্রিক গাড়ি। সোমবার নদীয়া-মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি ওয়াকার রেজা এই গাড়িগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি অমরনাথ কে ও জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মির সহ অন্যান্যরা। এই প্রথম নদীয়া-মুর্শিদাবাদ রেঞ্জে পুলিশের কাজে ইলেক্ট্রিক গাড়ির ব্যবহার শুরু হল। আপাততো জাতীয় সড়ক সংলগ্ন নবদ্বীপ, কোতোয়ালি, ধুবুলিয়া, নাকাশিপাড়া, কালীগঞ্জ থানাকে এই অত্যাধুনিক গাড়ি দেওয়া হয়।‌ পরিবর্তীতে এই থানাগুলিকে আরও ছটি গাড়ি দেওয়া হবে। এছাড়াও এদিনে ধুবুলিয়া থানার নতুন ভবনেরও উদ্বোধন করেন তিনি। 

    এতদিন পর্যন্ত বিভিন্ন থানার টহলদারির জন্য পেট্রল ও ডিজেল চালিত গাড়ির উপরই নির্ভর করতে হতো। ফলে একদিকে যেমন খরচ বাড়ছিল, তেমনি জ্বালানির বরাদ্দ শেষ হয়ে গেলে সমস্যায় পড়তে হতো পুলিশ কর্মীদের। এই পরিস্থিতি মোকাবিলায় কৃষ্ণনগর জেলা পুলিশ নতুন উদ্যোগ নেয়। সেই অনুযায়ী ছ’টি ব্যাটারি চালিত গাড়ি নামানো হয়েছে। গাড়িগুলি মূলত ১২ নম্বর জাতীয় সড়কে টহলদারির কাজে ব্যবহার করা হবে। পুলিশের দাবি, এই উদ্যোগের ফলে শুধু খরচ কম নয়, টহলদারির ঠিকমতো করা যাবে।

    এব্যাপারে ডিআইজি বলেন, নদীয়া জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে জাতীয় সড়ক রয়েছে। এই গাড়ি চালু হওয়ায় কোথাও কোনও ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে। মুর্শিদাবাদ রেঞ্জে এই প্রথম এরকম গাড়ি চালু হল। এগুলো ইলেক্ট্রিক চালিত গাড়ি। গাড়িগুলিতে রিফ্লেকটিভ স্টিকার লাগানো রয়েছে। যার ফলে দূর থেকেই গাড়ি গুলি দেখা যাবে।  কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি অমরনাথ কে বলেন, আগে আমাদের প্রতি গাড়িপিছু ৪০ হাজার টাকা খরচা হতো। এই গাড়ি ব্যবহার করলে ২০ থেকে ২২ হাজার টাকা খরচ হবে।‌ যার ফলে আমাদের টহলদারি আরও ভালোভাবে করা যাবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)