ক্রীড়ানীতির জের, এশিয়ান গেমসে ঘোর অনিশ্চিত ভারতীয় ফুটবল দল
বর্তমান | ২৫ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী বছর জাপানে বসছে এশিয়ান গেমসের আসর। ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে এই মেগা ইভেন্ট। ইতিমধ্যেই বিভিন্ন বিভাগে চলছে যোগ্যতা অর্জনের লড়াই। তারইমধ্যে ভারতীয় ফুটবলের জন্য বয়ে এল দুঃসংবাদ। আসন্ন গেমসে ফুটবল দল না’ও পাঠাতে পারে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। সূত্রের খবর, এশিয়াডের মঞ্চে পদক আসতে পারে, এমন ইভেন্টের জন্যই প্রতিযোগী বা দল পাঠাতে চান কর্তারা। সেই নিরিখে ভারতীয় পুরুষ ও মহিলা দলের পারফরম্যান্স গত কয়েকটি আসরে মোটেই ভালো নয়। তাই এবার আর ফুটবল দল পাঠানোর ব্যাপারে খুব একটা আগ্রহী নয় ক্রীড়ামন্ত্রক।
এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করার জন্য ইতিমধ্যেই এক নির্দেশিকা জারি করেছে ক্রীড়ামন্ত্রক। দলগত ইভেন্টগুলির ক্ষেত্রে এশিয়ান ক্রমতালিকায় প্রথম আটটি দলের মধ্যে থাকতে হবে। তবে বর্তমানে পুরুষ দল রয়েছে ২৪ নম্বরে। আর মহিলা দলের অবস্থান ১২। ফলে ক্রীড়ামন্ত্রকের নতুন নীতি অনুযায়ী দু’দলেরই ছাড়পত্র পাওয়া কঠিন। তবে মহিলা দলের কাছে একটি সুযোগ থাকছে। আগামী বছর মেয়েদের অনূর্ধ্ব-২৩ এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করবেন সঙ্গীতা-রিম্পারা। সেই টুর্নামেন্টে কোয়ার্টার-ফাইনালে পৌঁছলে এশিয়ান গেমসে ছাড়পত্র পেতে পারেন তাঁরা। এই প্রসঙ্গে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানান, ‘গত চারটি এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করার জন্য নির্ধারিত শর্তাবলী পূরণ করতে ব্যর্থ ফুটবল দল। গতবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আমরা দল পাঠাতে পেরেছিলাম। এবার অনূর্ধ্ব-২৩ দল যথেষ্ট ভালো পারফর্ম করছে। আমি নিশ্চিত, নিজেদের যোগ্যতায় তারা ছাড়পত্র আদায় করে নেবে। তবে প্রতিকূল পরিস্থিতি তৈরি হলে আমরা অবশ্যই কথা বলব।’