মোবাইল গেম খেলা নিয়ে বচসা বুকে ঘুসি, মৃত্যু কিশোরের
বর্তমান | ২৫ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, বনগাঁ: মোবাইলে গেম খেলার সময় বচসার জেরে মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রকে খুনের অভিযোগ উঠল। অভিযোগের তির প্রতিবেশী দূর সম্পর্কের আত্মীয় এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার কামদেবপুর ১১ নম্বর রেলগেট এলাকায়। মৃতের নাম প্রদীপ ব্যাদ (১৫)। অভিযুক্ত যুবক সূর্য ব্যাদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে খাওয়া দাওয়ার পর বন্ধুদের সঙ্গে গল্প করতে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয় প্রদীপ। বনগাঁ-রানাঘাট শাখার রেল লাইনের ধারে বসে মোবাইলে গেম খেলছিল বেশ কয়েকজন। সেখানেই ছিল সূর্য। হঠাৎ দু’জনের মধ্যে বচসা হয়। সূর্য প্রদীপের বুকে বেশ কয়েকটি ঘুসি মারে। মাটিতে লুটিয়ে পড়ে প্রদীপ। তাকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে আনলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে কি কারণে এই ঘটনা তা এখনও জানা যায়নি। যদিও স্থানীয়দের দাবি, সামান্য কথা কাটাকাটি থেকেই ঘটনার সূত্রপাত। তা থেকেই মারামারি।
ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযুক্ত সূর্যের শাস্তির দাবিতে তার বাড়িতে চড়াও হয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোপালনগর থানার পুলিশ। মৃতের মা যমুনা ব্যাদ বলেন, রাতে খেয়ে লাইনের পাশে গিয়েছিল বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। বারণ করেছিলাম, শোনেনি। সূর্য ওকে বুকে ঘুসি মারে। কেন মারল আমি জানি না। অভিযুক্তের কড়া শাস্তি চাই। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া