• খাবার অপচয় রুখতে বনগাঁর পুজোর থিমে সচেতনতা-বার্তা
    বর্তমান | ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বনগাঁ: থিমের সাজে রঙিন হয়ে উঠেছে বনগাঁ। হরেক থিম নিয়ে দর্শনার্থীদের অপেক্ষায় সীমান্ত শহর। মাঝেমধ্যে আকাশের মুখ ভার হওয়ায় পুজো প্রস্তুতি কিছুটা ব্যাহত হলেও জোর কদমে চলছে কাজ। বনগাঁ শ্রী শ্রী আনন্দময়ী মাতৃমন্দিরের এবছরের থিম বিনি সুতো। এবছর ৭৭তম বছরে পা দিল তাদের পুজো। একাধিক রঙের সুতো ও ফিতে দিয়ে সেজে উঠছে মণ্ডপ। উদ্যোক্তাদের দাবি, ফিতের ফাঁক গলে বেরিয়ে আসবে মায়াবী আলো। যা দর্শনার্থীদের মন কেড়ে নেবে। কেন এই নাম? ‘বিনি সুতো’ নামে একটি বাংলা চলচ্চিত্র রয়েছে। এছাড়া সেটি লাইভ রেকর্ডিং প্ল্যাটফর্মের জন্য বিখ্যাত দাবি পুজো উদ্যোক্তাদের। আনন্দময়ী মাতৃমন্দির পুজো মণ্ডপও হয়ে উঠেছে শিল্পের প্ল্যাটফর্ম। মণ্ডপে পরতে পরতে সৃজন শিল্প। যেখানে দাঁড়িয়ে দর্শনার্থীরা তাদের মনের রং ও সৃজন দক্ষতার প্রকাশ ও বিকাশ ঘটাতে সক্ষম হবেন বলে দাবি আয়োজকদের। বাজেটে কিছুটা পিছিয়ে থাকলেও থিমের মধ্যে দিয়েই সামাজিক সচেতনতার বার্তা দিতে মণ্ডপ সাজাচ্ছে বনগাঁ ১১ পল্লি যুবগোষ্ঠী। ৫৯তম বর্ষে তাদের এবছরের থিম ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়’। মূলত খাবার অপচয় রুখতে সাধারণ মানুষকে সচেতন করতে বার্তা দেওয়া হয়েছে মণ্ডপে। উদ্যোক্তাদের মতে, আমাদের দেশে এখনও বহু মানুষ অনাহারে-অর্ধাহারে দিন কাটায়। সেখানে দাঁড়িয়ে বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে যেভাবে খাবার নষ্ট হয়, সেটা খুবই উদ্বেগের। আমরা চাই, খাবার নষ্ট বন্ধ হোক।  বনগাঁ শহর থেকে কিছুটা দূরে হলেও দুর্গাপুজোয় অন্যান্য পুজো কমিটিকে টেক্কা দেয় গাইঘাটা চিকনপাড়া শিবাজি সংঘ। এবছর ২৪ বছরে তাদের থিম বাহুবলী। প্যান্ডেলের পাশাপাশি লাইটে বৈচিত্র থাকছে তাদের পুজোর। অন্যদিকে, বনগাঁ ব্লকের কিশলয় পুজো কমিটি পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের আদলে পুজো মণ্ডপ 

    তৈরি করেছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)