• বারাসতে পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনায় এফআইআর
    বর্তমান | ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসত জেলা আদালত চত্বরে মঙ্গলবার আক্রান্ত হন বারাসত থানার এক পুলিশকর্মী। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল বারাসত থানা। পাশাপাশি ঘটনার তদন্তে বুধবার বারাসত আদালতে আসেন অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস। কথা বলেন আইনজীবী এবং বিচারকদের সঙ্গে। সোমবার সন্ধ্যায় বারাসত আদালতের আইনজীবী দুলাল সরকার সহ কয়েকজন আইনজীবীর সঙ্গে দত্তপুকুর  থানার কাজিপাড়া সংলগ্ন এলাকায় কয়েকজনের বচসা হয় । কয়েকজন দুষ্কৃতী দুলাল সহ অন্যান্যদের উপর চড়াও হয় বলে অভিযোগ। পুলিশ তিনজনকে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃতদের বারাসত আদালত থেকে প্রিজন ভ্যানে তোলার সময় উত্তেজনা তৈরি হয়। আইনজীবীদের একাংশ আচমকা ধৃতদের উপর চড়াও হয় বলেই অভিযোগ। পরিস্থিতি বেগতিক বুঝে বারাসত থানার পুলিশ আসরে নামলে আইনজীবীদের একাংশ পুলিশের এএসআই সুপ্রিয় ভদ্রর উপর চড়াও হন। হেলমেটের আঘাতে সুপ্রিয়র মাথা ফাটে।
  • Link to this news (বর্তমান)