নিজস্ব প্রতিনিধি, বারাসত: নাবালিকা প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল অশোকনগর থানার পুলিশ। ধৃতের নাম আরিয়ান সিং। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। বুধবার ধৃতকে বারাসত আদালতে তোলা হলে পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশ জানিয়েছে, আরিয়ান মাত্র ১০ দিন আগে এক নাবালিকার সঙ্গে বন্ধুত্ব করে। এরপর শুরু করে মেলামেশা। সেই সূত্র ধরেই নাবালিকাকে নিজের বাড়ি আসার কথা বলেছিল। কিন্তু নাবালিকা যায়নি। অভিযোগ, এরপর বাড়িতে একা থাকার সুযোগে আরিয়ান নাবালিকার বাড়িতে গিয়ে ধর্ষণ করে। নাবালিকার মা বাড়িতে ফেরার পর গোটা বিষয়টি জানিয়ে দেয় সে। আরিয়ান সিংয়ের বিরুদ্ধে মঙ্গলবার অশোকনগর থানায় লিখিতভাবে ধর্ষণের অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। মাত্র ২ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে অশোকনগর থানার পুলিশ।