সংবাদদাতা, কল্যাণী : চাকদহ থানার পুমলিয়ায় ঘর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয় দিন দুয়েক আগে। মৃতার নাম মমতা চক্রবর্তী (৪৩)। ঘটনায় খুনের অভিযোগ দায়ের করলেন মৃতার ছেলে। পরিবারের অভিযোগ, কেউ বা কারা তাঁকে ঘরের ভিতরে খুন করে রেখে গিয়েছে। মহিলা দোতলার ঘরে একা থাকতেন। নীচের ঘরে ভাড়া ছিল। মৃত গৃহবধূর স্বামী সমীর চক্রবর্তী মধ্যপ্রদেশে হোটেলে কাজ করেন। তাঁদের একমাত্র পুত্র সোহন চক্রবর্তী, অন্ধ্রপ্রদেশের বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছেন। ছেলে জানান, কয়েক দিন ধরে মাকে ফোন করা হয়েছে একাধিকবার। কিন্তু সাড়া পাওয়া যায়নি। ২১ সেপ্টেম্বর ভাড়াটিয়াদের ফোন করা হয়। তাঁরা উপরে গিয়ে দেখতে পান, মা পড়ে আছে। মহিলার মৃত্যুর খবর শুনে ছেলে ও বাবা দুজনেই ফিরে আসেন। মৃতদেহ দেখে তাঁদের সন্দেহ হয়। এরপর তাঁরা থানায় খুনের অভিযোগ দায়ের করেন।