• ইরাকে প্রায় আট মাস আটকে বঙ্গের ১২ জন পরিযায়ী শ্রমিক
    বর্তমান | ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: ইরাকে কাজ করতে গিয়ে প্রায় আট মাস ধরে আটকে রয়েছেন বাংলার ১২ জন পরিযায়ী শ্রমিক। তাঁদের মধ্যে নামখানা এলাকার আট জন বাসিন্দা রয়েছেন। কাকদ্বীপের একজন, উস্থির একজন ছাড়াও পূর্ব মেদিনীপুরের দু’জন রয়েছেন। পরিবারের অভিযোগ, প্রায় আট মাস আগে ভিসা শেষ হয়ে গেলেও কাউকে বাড়ি আসতে দেওয়া হচ্ছে না। এমনকি তাঁদের বেতনও দেওয়া হচ্ছে না। ঠিকমতো খেতে দেওয়া হয় না। বাড়ি ফেরার কথা বললেই মারধর করা হচ্ছে।  ইতিমধ্যেই আটকে থাকা পরিযায়ী শ্রমিকেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাড়ি ফেরার আবেদন জানিয়ে একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন। সেই ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে স্থানীয় এজেন্টের মাধ্যমে নামখানার আট ও কাকদ্বীপের একজন বাসিন্দা ইরাকের একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। তাঁদের দু’বছরের চুক্তি ছিল। ভিসার মেয়াদও ছিল দু’বছর। কিন্তু মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তাঁদের আটকে রাখা হয়। প্রায় আট মাস ধরে তাঁদের কাজ করিয়ে নিয়ে কোনও পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। বাড়ি ফেরার কথা বললেই তাঁদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ।

    ইরাকে আটকে থাকা শেখ হামিদুরের স্ত্রী জাসমিনা বিবি বলেন, ‘প্রায় আট মাস ধরে স্বামীকে ইরাকে আটকে রাখা হয়েছে। ঠিক মতো খেতে দেওয়া হচ্ছে না। অসুখ হলেও চিকিৎসার টাকা দেওয়া হচ্ছে না। মাঝেমধ্যেই স্বামী ফোন করে কান্নাকাটি করছে। খুবই চিন্তায় রয়েছি। স্বামী টাকা পাঠালে সংসার চলত। কিন্তু সেই রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে। সংসার চালাতে পারছি না। বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।’ সুন্দরবন পুলিশ জেলার এক আধিকারিক বলেন, ‘বিষয়টি ভারতীয় বিদেশ মন্ত্রককে জানানো হবে।’ 
  • Link to this news (বর্তমান)