• স্ত্রীকে খুনের দায়ে যাবজ্জীবন স্বামীর
    বর্তমান | ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: স্ত্রীকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হল স্বামীর। বুধবার রিপন দাসকে এই সাজা শুনিয়েছেন বারাসত আদালতের ফাস্ট ট্র্যাক ১ কোর্টের বিচারক। খুন ও বধূ নির্যাতনের ধারায় বিচারক এদিন সাজা শুনিয়েছেন।

    ২০১৭ সালের ১২ এপ্রিলের ঘটনা। অভিযোগ, পারিবারিক বিবাদের জেরে রিপন কেরোসিন তেল ঢেলে পিঙ্কির গায়ে আগুন ধরিয়ে দেন। গোটা ঘটনার সাক্ষী ছিল দম্পতির মেয়ে। কলকাতার আর জি কর হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় পিঙ্কির। মৃতের মা রিপনের বিরুদ্ধে বধূ নির্যাতন সহ খুনের অভিযোগ দায়ের করেন মধ্যমগ্রাম থানায়। পরে রিপনকে গ্রেফতার করে মধ্যমগ্রাম থানার পুলিশ। মামলা চলে বারাসত আদালতের ফাস্ট ট্র্যাক ১ কোর্টে। দীর্ঘ আট বছর মামলায় ১৮ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষীদের মধ্যে ছিল রিপনের মেয়েও। আদালত সূত্রে জানা গিয়েছে, খুনে যাবজ্জীবন এবং ৫ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক। আর বধূ নির্যাতনের মামলায় তিনবছরের কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানার সাজা শুনিয়েছেন বিচারক। অনাদায়ে আরও ছ’মাস জেল। দুটি সাজা একসঙ্গে চলবে। সরকারি আইনজীবী শ্যামলকান্তি দত্ত বলেন, দোষীর যাবজ্জীবন হয়েছে। মামলায় অন্যতম সাক্ষী ছিলেন মেয়ে। দু’টি সাজা একসঙ্গে চলবে।
  • Link to this news (বর্তমান)