বারুইপুর থেকে মন্দিরবাজার, রোদের দেখা মিলতেই মণ্ডপ সাজানোর ব্যস্ততা
বর্তমান | ২৫ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, বারুইপুর: দুর্যোগের ভ্রূকুটি আছে। তার মধ্যেই বুধবার সকালে মিলেছে রোদের দেখা। সূর্য উঁকি দিতেই শেষ মুহূর্তের মণ্ডপ সজ্জায় নেমে পড়েছেন শিল্পীরা। বারুইপুর সোনারপুর থেকে শুরু করে জয়নগর, মন্দিরবাজারে চলছে চরম ব্যস্ততা। কোথাও জল জমে থাকলে তা সরানোর কাজ শুরু করেছেন পুজো কমিটির সদস্যরা। সবার প্রার্থনা একটাই, আর যেন ভারী বৃষ্টি না হয়।
বারুইপুরের বেশ কয়েকটি পুজো মণ্ডপে ইতিমধ্যেই হয়ে গিয়েছে উদ্বোধন। কিছু মণ্ডপ উদ্বোধনের অপেক্ষায়। সেগুলিতে চলছে সাজানোর চরম ব্যস্ততা। ভারী বৃষ্টির জেরে কাজের দফারফা হয়েছিল। এখন কিছুটা সামলানো গিয়েছে। বারুইপুরের ভাই ভাই সংঘের পুজো মণ্ডপের সামনে জল জমে কমিটির কর্তাদের কপালে ভাঁজ পড়েছিল। কিন্তু তার মধ্যেই কোনওক্রমে সাজিয়ে তুলে মঙ্গলবার সন্ধ্যায় ও বুধবার উদ্বোধন হয়ে গিয়েছে। বৃহস্পতিবার হবে বেশ কয়েকটি উদ্বোধন। তার জন্য জোরকদমে কাজ চলছে। সোনারপুর, জয়নগর, মন্দিরবাজারে একই অবস্থা। অনেক জায়গায় সকাল থেকে মণ্ডপ সাজানোর নানা সামগ্রী শুকোনোর কাজ চলছে। মণ্ডপ শিল্পীরা বলেন, বৃষ্টির জন্য কাজ এমনিতেই বাধাপ্রাপ্ত হয়েছে। পুজো কমিটির কর্তারা চাপও দিচ্ছেন। রাতভর কাজ করতে হচ্ছে। বৃষ্টি না আসার প্রার্থনা তো রয়েছেই। অন্যদিকে, পুজো কমিটির কর্তারা বলেন, রোদের দেখা মিলতেই আবার মরিয়াভাবে নেমে পড়া হয়েছে মণ্ডপ সম্পূর্ণ করার কাজে। পুজোর সময় ভারী বৃষ্টি হলে মণ্ডপে ভিড় হবে না হয়ত। তাই মন খারাপও রয়ে গিয়েছে। নিজস্ব চিত্র