• ওয়ার্ক ফ্রম হোমের টোপ, ২৭ লক্ষ টাকার প্রতারণা
    বর্তমান | ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ওয়ার্ক ফ্রম হোমের টোপে পা দিয়ে ২৭ লক্ষ টাকা প্রতারণার শিকার হলেন বাগুইআটির এক ব্যক্তি। এ ব্যাপারে তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগও দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তিকে মাসে ৩৩০০ থেকে ৫২০০ টাকা রোজগারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এরপর তাঁকে টেলিগ্রাম গ্রুপে যুক্ত করা হয়। প্রতারকদের কথায়, উচ্চ রিটার্নের আশায় দফায় দফায় তিনি প্রায় ২৭ লক্ষ টাকা বিনিয়োগ করে ফেলেন। কিন্তু, উচ্চ রিটার্ন তো দূরের কথা। মূল টাকাই ফিরে পাননি। তারপরই তিনি পুলিশের দ্বারস্থ হন। ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ জানানোর পর তিনি মঙ্গলবার বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন।
  • Link to this news (বর্তমান)