পাকিস্তানের দুই ক্রিকেটার হ্যারিস রউফ ও সাহিবজ়াদা ফারহানের বিরুদ্ধে অভিযোগ করল ভারতীয় শিবির। উস্কানিমূলক ভঙ্গিমা ও বিতর্কিত সেলিব্রেশনের জন্য তাঁদের বিরুদ্ধে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে অভিযোগ দায়ের করেছে ভারত। ঘটনার ভিডিয়োও জমা দেওয়া হয়েছে প্রমাণ হিসেবে। দু’জনের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন করেছে ভারত। এই ই-মেইলের একটি কপি ICC-র কাছেও পাঠানো হয়েছে।
স্বামী চৈতন্যনন্দ সরস্বতীর বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্থা অভিযোগ। আপাতত তিনি পলাতক বলেই পুলিশ সূত্রে খবর। দিল্লি পুলিশের একাধিক টিম তাঁর খোঁজ করছে।
ছত্তিসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেলকে মদ কেলেঙ্কারিতে গ্রেপ্তার করল ইকোনমিক্স অফেন্স উইংস এবং অ্যান্টি করাপশন ব্যুরো। বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল এই তদন্তকারী সংস্থা।
আগামী পাঁচ থেকে সাত দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। আগামী শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী শনিবার ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে।