"পাঁচ হাজারে যাবে আমার সঙ্গে?" প্রকাশ্যে যুবতীকে কু-প্রস্তাব, অপহরণের চেষ্টা, বন্দুক উঁচিয়ে হুমকি, অভিযুক্ত শিক্ষক
আজকাল | ২৫ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আগ্রায় শনিবার সন্ধ্যেবেলা ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। এক যুবতীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করল এক ব্যক্তি। শুধু তাই নয়, যুবতী বাধা দিলে বন্দুক দেখিয়ে তাঁকে হুমকি দেয় অভিযুক্ত। গোটা ঘটনাটি ধরা পড়েছে ক্যামেরায়, যার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল কড়গিল স্কোয়ার। চলতি মাসের ২০ তারিখ, অর্থাৎ শনিবার ঘটনাটি ঘটে। খবর অনুযায়ী, ২২ বছরের ওই যুবতী জগদীশপুর এলাকার বাসিন্দা। ঘটনার দিন বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলেন যুবতী। সন্ধ্যায় ‘মুন লাইট হোটেল’-এর সামনে কিছুক্ষণ স্কুটার থামিয়ে জল খাচ্ছিলেন। ঠিক সেই সময়ই একটি গাড়িতে করে দুই ব্যক্তি সেখানে আসে। প্রথমে তারা ওই যুবতীকে গাড়িতে ওঠার জন্য ৫,০০০ টাকা দেওয়ার প্রস্তাব দেয়। যুবতী তাদের পাত্তা না দিলেও, তারা বারবার বিরক্ত করতে থাকে।
এরপর গাড়ি থেকে নেমে এক ব্যক্তি বলে, “তোমাকেই বলছি!” সাহস করে যুবতী এগিয়ে গিয়ে পালটা প্রশ্ন করেন, “এটা কী ধরণের অসভ্যতামি?” তার পরেই ঘটে ঘটনাটি। জানা গিয়েছে অভিযুক্ত যুবতীর হাত চেপে ধরে তাঁকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে। পাল্টা লড়াই শুরু করেন যুবতী। চিৎকার করতে থাকেন।
যুবতীর চিৎকার শুনে ভিড় জমে যায়। তখনই অভিযুক্ত শ্যামবীর সিং কোমর থেকে লাইসেন্সপ্রাপ্ত পিস্তল বের করে সকলকে হুমকি দেয়। একজন প্রত্যক্ষদর্শী যখন বাধা দিতে এগিয়ে আসেন, তখন তাঁর দিকেও বন্দুক তাক করে বলে জানা গিয়েছে। তবে, ওই যুবতী ততক্ষণে সাহস করে অভিযুক্তের গাড়ির চাবি কেড়ে নেন। চিৎকার জারি রাখেন, ফলে আরও লোকজন ভিড় করতে থাকে। পরিস্থিতি বেসামাল দেখে শ্যামবীর গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। এমনকী যুবতীকে গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টাও হয় বলে অভিযোগ।
ঘটনার জেরে ওই যুবতী সিকান্দরা থানায় অভিযোগ দায়ের করেন। আগ্রা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত শ্যামবীর সিংকে গ্রেপ্তার করা হয়েছে। খবর অনুযায়ী, অভিযুক্ত মথুরার বলদেব এলাকার একটি স্কুলে শিক্ষকতা করে। তার গাড়ি ও পিস্তল বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ডেপুটি পুলিশ কমিশনার (সিটি) সোনম কুমার জানিয়েছেন, শ্যামবীরের অস্ত্রের লাইসেন্স বাতিল করার জন্য প্রশাসনের তরফে চিঠি পাঠানো হবে। বর্তমানে তার সঙ্গীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ইতিমধ্যেই দু'টি ভিডিও ভাইরাল হয়েছে। একটিতে দেখা যাচ্ছে, যুবতী বলছেন, “এই লোকটা আমাকে হুমকি দিচ্ছে, বন্দুক দেখাচ্ছে। বলছে, পাঁচ হাজার টাকায় আমার সঙ্গে যাবে কিনা।” অন্য ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত যুবতীর হাত ধরে টানছে, চারপাশের লোকজন বলছে, “গায়ে হাত দেবেন না, একদম গায়ে হাত দেবেন না। দূরে দাঁড়িয়ে কথা বলুন।”
ঘটনা ঘিরে আজকালকার যুগে রাস্তাঘাটে মহিলাদের নিরাপত্তা ঠিক কতটা তা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক। প্রশাসনের দ্রুত পদক্ষেপ সত্ত্বেও শহরের বুকে প্রকাশ্যে এমন ঘটনা কীভাবে ঘটে, দাবি করছেন অনেকেই।