আজকাল ওয়েবডেস্ক: তামিলনাড়ুতে চাঞ্চল্যকর ঘটনা। সম্প্রতি কোয়েম্বাটোরের ব্যস্ত বাজারে এক আইনের ছাত্রী সরাসরি মুখোমুখি হন এক ব্যক্তির। এরপর তুমুল বাকবিতণ্ডায় জড়ালেন যুবতী। তাঁর অভিযোগ অনুযায়ী তাঁর পোশাক নিয়ে অশালীন মন্তব্য করেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শহরের প্রসিদ্ধ ফুল মার্কেট-এ। এটি এমন একটি জায়গা যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমায়।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ওই যুবতী সেদিন একটি হাতকাটা টপ পরে বাজারে গিয়েছিলেন। সেই সময় এক দোকানদার তাঁকে উদ্দেশ্য করে কিছু আপত্তিকর মন্তব্য করে বসেন। তিনি বলেন, এই ধরনের পোশাক পরে বাজারে আসা উচিত নয়। অপ্রত্যাশিত এই মন্তব্যে হতবাক যুবতী সঙ্গে সঙ্গেই পাল্টা প্রতিক্রিয়া জানান। দোকানদারকে সরাসরি প্রশ্ন করেন, কেন এমন কথা বলা হল তাঁকে। তবে দোকানদার নিজের অবস্থান থেকে সরেন না। বরং তেড়ে এসে যুবতীকে বলেন, এর আগে এই ধরনের পোশাকের কারণে বাজারে ‘অপ্রীতিকর’ ঘটনা ঘটেছে।
ঘটনার জেরে আইনের ছাত্রীটির সোজাসাপ্টা জবাব, “আমার পোশাকে কোনও অশালীনতা নেই। যদি এমন কোনও নিয়ম থাকে, তা হলে বাজার সমিতির তরফে সাইনবোর্ড টাঙানো হোক। নইলে আমি আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব।”
এরপর ঘটনাটি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বাজারের আরও কিছু বিক্রেতা এসে দোকানদারের পক্ষ নিয়ে কথা বলতে শুরু করেন। চেঁচামেচিতে একাধিক লোক জড় হয়ে যায় ঘটনাস্থলে৷ ততক্ষণে তাঁদের মধ্যে কেউ একজন গোটা ঘটনাটি নিজ ক্যামেরায় ভিডিও করেন। সেই ভিডিও এখন সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল।
পাশাপাশি ঘটনার প্রেক্ষিতে নতুন করে আলোচনায় উঠে এসেছে নারী স্বাধীনতা নিয়ে। মহিলদের পোশাক পছন্দের অধিকার, জনসমক্ষে হেনস্থার প্রশ্ন এবং সেইসঙ্গে সমাজের মনোভাব নিয়েও একাধিক দাবি উঠেছে। প্রশ্ন উঠছে, আজকের দিনে দাঁড়িয়েও কি একজন মহিলা তাঁর পছন্দমতো পোশাক পরে নিরাপদে প্রকাশ্যে চলাফেরা করতে পারেন না?