‘লোক হবে না তাই...’, অমিত শাহের দুর্গাপুজোর উদ্বোধন বাতিল হতেই খোঁচা কুণালের...
আজকাল | ২৫ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চতুর্থীর দিন উদ্বোধন করার কথা ছিল তিনটি পুজোর। তার মধ্যে একটি পুজোর উদ্বোধনের কর্মসূচি বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার দক্ষিণ কলকাতার সেবক সংঘের পুজোর উদ্বোধন করার কথা ছিল তাঁর। কিন্তু সেই কর্মসূচি বাতিল করা হয়েছে। আর উদ্বোধন বাতিল হতেই খোঁচা দিয়েছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। সমাজমাধ্যমে পোস্ট করে তাঁর কটাক্ষ, “লোক হবে না তাই...”
দুর্গাপুজোর উদ্বোধনে আগামী বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সকাল ১১টা ২০ নাগাদ তাঁর যাওয়ার কথা ছিল দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউয়ে সেবক সংঘের পুজোর উদ্বোধনে। এই পুজোটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিকানা কালীঘাটের সন্নিকটেই। সেই পুজোর উদ্বোধন বাতিল হওয়ায় কটাক্ষ করে কুণাল লিখেছেন, “লোকজন হবে না। তাই দক্ষিণ কলকাতায় বাতিল হল অমিত শাহর পুজো উদ্বোধন। 87 নম্বর ওয়ার্ডে সেবক সংঘে 26/9 চতুর্থীর দুপুরে যাওয়ার কথা ছিল তাঁর। দিল্লি থেকে রাজ্য বিজেপিকে এইমাত্র জানানো হয়েছে বাতিল। যদিও আমন্ত্রণপর্ব শেষ। সূত্রের খবর, কোনো ভিড় হবে না বলে আইবি রিপোর্ট দিয়েছে। ফলে রইল বাকি দুই। নেবুতলা পার্ক ও সল্ট লেকের হল ভাড়া করা পুজো। আবার প্রমাণ হল আদি বিজেপি নেতাদের কোনো পাড়া নেই, পুজো নেই। অমিতবাবুর যাতায়াত, ছবি তোলাই সার। তাঁদের এই পুজো পর্যটনের কোনো রাজনৈতিক প্রভাব আগেও ছিল না, এখনও নেই।”
সেবক সংঘের পুজোর উদ্বোধন বাতিল হওয়ায় শাহের হাতে রইল আর মাত্র দু’টি পুজো। কলকাতার সন্তোষ মিত্র স্কোয়্যারের (লেবুতলা পার্ক) পুজোর উদ্বোধন করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। যার উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। ২০২৩-এও এই পুজোর উদ্বোধনে এসেছিলেন শাহ। এ বার সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর থিম পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’। এর পর উদ্বোধন করার কথা রয়েছে বিধাননগরের ‘পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র’ (ইজেডসিসি)-এর দুর্গাপুজোর। গত বিধানসভা ভোটের আগে ২০২০ সালে এই পুজো শুরু হয়। এই পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।