• সাত সকালেই সংঘর্ষের জেরে দুটি লরিতে অগ্নিকাণ্ড, মৃত ২
    বর্তমান | ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: চলন্ত অবস্থায় রাস্তার উপরেই আচমকা আগুন ধরে গেল দুটি লরিতে। মৃত দুই। আজ, বৃহস্পতিবার সাত সকালেই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘির ১২ নম্বর জাতীয় সড়কের শেখদিঘিতে। পুলিশ সূত্রে খবর, দুটি লরির মুখোমুখি সংঘর্ষের জেরে প্রথমে একটিতে আগুন ধরে যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সংঘর্ষের ফলে লরির কেবিনেই চালক ও খালাসি আটকে পড়ে। মুহূর্তের মধ্যে দাউদাউ করে লরি দু’টি জ্বলে ওঠে। স্থানীয়রা এই অগ্নিকাণ্ড দেখে উভয় লরির চালক ও খালাসিদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে।যদিও তাঁদের মধ্যে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। সূত্রের খবর, এদিন সকালে চা বোঝাই একটি লরি বহরমপুরের অভিমুখে যাচ্ছিল। বালি বোঝাই অপর একটি লরি স্থানীয় শেখদিঘি পেট্রল পাম্পে জ্বালানি ভরতে যাচ্ছিল। তখনই ওই দুই লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দু’টি ইঞ্জিন। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন দমকলের কর্মীরা।  
  • Link to this news (বর্তমান)