আজ, তৃতীয়াতেও শহরে বৃষ্টির পূর্বাভাস! নিম্নচাপ ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরে
বর্তমান | ২৫ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিম্নচাপের বৃষ্টির জেরে গত সোমবার কার্যত ডুবেছে কলকাতা। সেই বিপদ কাটিয়ে ছন্দে ফিরেছে তিলোত্তমা। যদিও বঙ্গোপসাগরে ফের বিপদ ঘনাচ্ছে। আজ, বৃহস্পতিবার মধ্য বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ। যা চলতি সপ্তাহের শেষে সাগরেই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। যদিও সেটির অভিমুখ কোনদিকে তা স্পষ্ট করে এখনও পর্যন্ত কিছুই জানায়নি আবহাওয়া দপ্তর। সম্ভাব্য গতিপথ অন্ধ্র-ওড়িশা উপকূল এলাকা। যার ফলে দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি উপকূলের এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।আজ, বৃহস্পতিবারও শহরে হাল্কা থেকে মাঝারি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস কম। আজ, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিনের আকাশ থাকবে আংশিক মেঘলা। তাই আজ, তৃতীয়ায় ফের শহরে বৃষ্টির পূর্বাভাস থাকায় কপালে ভাঁজ পড়েছে দর্শনার্থীদের। গত ২৪ ঘণ্টায় শহরে ০০৬.৬ মিমি বৃষ্টি হয়েছে।