• ঘুমন্ত মাকে কুড়ুলের এলোপাথাড়ি কোপ! রাতেই অস্ত্র-সহ আত্মসমর্পণ ছেলের, কারণ ঘিরে ধোঁয়াশা
    প্রতিদিন | ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • রমণী বিশ্বাস, তেহট্ট: মানসিক অবসাদ! কাজ নিয়ে মায়ের সঙ্গে ঝামেলা। বুধবার গভীর রাতে ঘুমন্ত মাকে কুড়ুল দিয়ে কোপানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তেহট্ট থানার বেতাই দক্ষিণ জিতপুরে। চাঞ্চল্য এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধার নাম অর্চনা দাস। বুধবার গভীর রাত আনুমানিক ২টো নাগাদ ছেলে ফেলা দাস মাকে কুড়ুল দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। তারপর সদ্য কেনা অটোতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আগুন ও চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তারাই বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থায় অবনতি ঘটলে বৃদ্ধাকে শক্তিনগর জেলা হাসপাতালে রেফার হয়েছে। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি। এদিকে রাতেই কুড়ুল নিয়ে ট্রাফিক গার্ড অফিসে আত্মসমর্পণ করেন ছেলে। তাঁকে আটক করেছে পুলিশ।

    কিন্তু কেন মাকে কোপাল ছেলে? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফেলার মানসিক সমস্যা রয়েছে। মাঝে মধ্যেই বাড়িতে ঝামেলা করতেন তিনি। সম্প্রতি, অটো কিনেছিলেন। কিন্তু সেই ভাবে ভাড়া না হওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন। মায়ের সঙ্গেও ঝামেলা হয়েছিল। অনুমান, সেই বিবাদের জেরেই মাকে খুনের চেষ্টা ছেলের। প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)