• নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ, জাতীয় সড়কের উপর দাউ দাউ করে জ্বলছে গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদে
    এই সময় | ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদে। সংঘর্ষের পরেই দু’টি গাড়িতে আগুন লেগে যায়। একটি গাড়ি চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে ১২ নম্বর জাতীয় সড়কের উপরে। ঘটনাস্থলে যায় দমকল ও পুলিশ বাহিনী।

    মুর্শিদাবাদের সাগরদিঘির শেখদিঘি বাস স্ট্যান্ড সংলগ্ন পেট্রল পাম্পের পার্শ্ববর্তী এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর দুটি মালবাহী গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণে প্রথমে একটি গাড়িতে আগুন লাগে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। কয়েক মিনিটের মধ্যেই দ্বিতীয় গাড়িতেও আগুন ধরে যায়।

    খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাগরদিঘি থানার পুলিশ। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দুর্ঘটনায় একটি মালবাহী গাড়ির চালককে গুরুতর জখম হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

    প্রতক্ষ্যদর্শীদের দাবি, শিলিগুড়ির থেকে একটি চায়ের পেটি বোঝাই গাড়ি কলকাতার উদ্দেশে যাচ্ছিল। উল্টোদিকে থাকা একটি বালি বোঝাই গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি গাড়িই ভালো গতিতে ছিল বলে দাবি করেন স্থানীয়রা। নিয়ন্ত্রণ হারিয়েই কোনওভাবে দুটি গাড়ির সংঘর্ষ হয় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।

  • Link to this news (এই সময়)