• আকাশের দখল থাকবে ভারতের কাছে, কোন যুগান্তকারী চুক্তির অপেক্ষায় সকলে
    আজকাল | ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভারতের প্রতিরক্ষা ইতিহাসে সবচেয়ে বড় দেশীয় যুদ্ধবিমান চুক্তি হতে চলেছে। প্রতিরক্ষা মন্ত্রক এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের মধ্যে ৯৭টি তেজস মার্ক-১এ জেট কেনার চুক্তি চূড়ান্ত হবে বৃহস্পতিবার, এমনটাই জানিয়েছে প্রতিরক্ষা সূত্র।

    প্রায় ৬৬,৫০০ কোটি টাকার এই মেগা চুক্তি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে, যা এক ঐতিহাসিক সময়ে ঘটছে—কারণ এর একদিন পরই ভারতীয় বায়ুসেনার শেষ দুটি মিগ-২১ স্কোয়াড্রন অবসরে যাবে। ভারতীয় আকাশ প্রতিরক্ষায় মিগ-২১ যুগের অবসান আর দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজসের উত্থান যেন এক প্রজন্মের প্রতীকী বদল।

    এই নতুন চুক্তি আসছে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সই হওয়া আরেকটি বড় চুক্তির পর। সেবার ৮৩টি তেজস মার্ক-১এ কেনার জন্য ৪৬,৮৯৮ কোটি টাকার চুক্তি হয়েছিল। তবে সেই প্রকল্পের সময়সীমা নানা কারণে পিছিয়েছে বলে জানা গেছে। ফলে এবারকার নতুন অনুমোদন শুধু সংখ্যা নয়, সময়মতো সরবরাহ নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ।

    চলতি বছরের ১৯ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি অতিরিক্ত ৯৭টি তেজস মার্ক-১এ কেনার অনুমোদন দেয়। সেখান থেকেই এই বিশাল চুক্তির পথ প্রশস্ত হয়।

    একইসঙ্গে, সূত্রে জানা গেছে যে, তেজস যুদ্ধবিমান চালাতে যে ইঞ্জিন ব্যবহৃত হয়—আমেরিকার জেনারেল ইলেকট্রিক-এর তৈরি এফ-৪০৪ ইঞ্জিন—তার সরবরাহ নিয়েও আলাদা একটি চুক্তি সম্পন্ন হয়েছে। মোট ১১৩টি এফ-৪০৪ ইঞ্জিন কেনা হবে এবং তেজস চুক্তির ঘোষণার পরপরই ইঞ্জিন চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।

    তেজস প্রকল্প ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা অভিযানের মূল স্তম্ভ। দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধবিমানটি আধুনিক অ্যাভিওনিক্স, মাল্টি-রোল ক্ষমতা, উন্নত অস্ত্র সিস্টেম এবং কম রাডার সিগনেচারের কারণে ভারতীয় বায়ুসেনার জন্য এক গুরুত্বপূর্ণ সংযোজন। বর্তমানে তেজস মার্ক-১এ সংস্করণে আধুনিক রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং উন্নত মিশন কন্ট্রোল সিস্টেম সংযুক্ত করা হয়েছে।

    ভারতীয় বায়ুসেনার মিগ-২১ যুগ দীর্ঘদিন ধরে সমালোচিত ছিল উচ্চ দুর্ঘটনা হারের কারণে। গত কয়েক বছরে মিগ-২১ ‘ফ্লাইং কফিন’ নামেও পরিচিত হয়ে ওঠে। তাই পুরনো রাশিয়ান প্ল্যাটফর্মের বদলে দেশীয় প্রযুক্তির তেজসের হাতে দায়িত্ব তুলে দেওয়া ভারতের প্রতিরক্ষা কৌশলে এক ঐতিহাসিক পরিবর্তন।

    প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই বিশাল চুক্তি কেবল যুদ্ধবিমান কেনার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি একদিকে দেশীয় প্রতিরক্ষা শিল্পের প্রতি আস্থা বাড়াবে, অন্যদিকে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে প্রযুক্তি সহযোগিতার নতুন দিগন্তও খুলে দেবে। বিশেষত জেনারেল ইলেকট্রিকের সঙ্গে ইঞ্জিন সরবরাহ চুক্তি ভবিষ্যতে ইঞ্জিন কো-প্রোডাকশনেরও সম্ভাবনা তৈরি করছে। সামরিক কৌশলের ভাষায়, এটি একাধারে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং আত্মনির্ভর ভারতের প্রতীক। ভারতের আকাশসীমা এখন দেশীয় প্রযুক্তির ডানায় আরও সুরক্ষিত হবে, এবং মিগ-২১ এর বিদায় যেন নতুন যুগের সূচনা।
  • Link to this news (আজকাল)