মেট্রোয় রিলস বানানো বন্ধ! 'সোশ্যালমিডিয়া ইনফ্লুয়েন্সার'-দের জন্য দুঃসংবাদ, জানুন বিস্তারিত
আজকাল | ২৫ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মেট্রো নগরীতে এবার বড় সিদ্ধান্ত মেট্রোর। জারি নিষেধাজ্ঞা। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা আর কোনওভাবেই বানাতে পারবেন না রিলস। সিদ্ধান্ত নিয়েছে দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষ, সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর তেমনটাই।
তথ্য, দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC)একটি নতুন উদ্যোগ শুরু করেছে, যেখানে যাত্রীদের মেট্রো চত্বরে রিল, নাচের ভিডিও বা অন্য কোনও সোশ্যাল মিডিয়া কন্টেন্ট শুটিং করা যাবে না। কর্মকর্তারা জানিয়েছেন, যে ১৪ সেপ্টেম্বর থেকে কার্যকর করা এই নতুন ব্যবস্থাটি মেট্রোর সমস্ত লাইনের জন্য। তারা নিশ্চিত করবেন যে এই নিয়মটি যথাযথভাবে কার্যকর এবং এই সপ্তাহের শেষ নাগাদ সর্বত্র অনুসরণ করা হচ্ছে।
হিন্দি এবং ইংরেজি দুই ভাষাতেই বারবার এই ঘোষণা করা হচ্ছে। তাতে এটাও বলা হয়েছে, কোচের ভিতরে খাওয়া বা মেঝেতে বসে থাকা নিষিদ্ধ করে। নতুন বার্তাটি অস্পষ্টতার কোনও স্থান রাখে না, 'রিল, নাচের ভিডিও বা এই জাতীয় কোনও কার্যকলাপ চিত্রায়িত করা কঠোরভাবে নিষিদ্ধ।'
স্বাভাবিকভাবেই উল্লেখ্য, মেট্রো রেলওয়ে আইন, ২০০২-এ নির্দিষ্টভাবে 'রিল'-এর কথা উল্লেখ করা হয়নি। ডিএমআরসি কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন যে স্টেশন বা ট্রেনের ভিতরে 'উদ্বেগ সৃষ্টি' সম্পর্কিত বিধান অনুসারে লঙ্ঘনকারীদের জরিমানা হতে পারে। একই সঙ্গে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত গ্রহণের কারণ, যাতে সহযাত্রীরা অসুবিধায় না পড়েন। দিল্লি মেট্রো রেল জানাচ্ছে, 'এই পদক্ষেপটি নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে যাতে সহযাত্রীরা এই ধরণের কার্যকলাপের কারণে অসুবিধায় না পড়েন।'
দিল্লি মেট্রো এই সিদ্ধান্ত গ্রহণের পর, স্বাভাবিকাভবেই সামনে আসছে পুরনো বেশ কিছু ঘটে যাওয়া ঘটনা। সাম্প্রতিক বছরগুলিতে, দিল্লি মেট্রো কোচগুলি মাঝে মাঝেই একেবারে ভাইরাল কন্টেন্ট তৈরির জায়গা হয়ে উঠেছে। কখনও নৃত্যের ক্লিপ ভাইরাল মেট্রোর ভিতর থেকে, কখনও ভিড়ে ঠাসা মেট্রোয় লিপ-সিঙ্ক পারফর্মেন্স, এমনকি 'গেট-রেডি-উইথ-মি' (GRWM)-এর মতো ঘটনাও ঘটে গিয়েছে। এই ভিডিওগুলি যখনই সামনে এসেছে, ব্যাপক চাঞ্চল্য, বিতর্কের জন্ম দিয়েছে।
সম্প্রতি, দিল্লি মেট্রোর ইয়েলো লাইনের একটি চলন্ত কোচের ভিতরে একটি গেট-রেডি-উইথ-মি (GRWM)-এর ঘটনা ঘটে। দ্রুততার সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কী দেখা গিয়েছিল ওই ভিডিওতে? ২৮ বছর বয়সী এক যুবক ভিডিও বানিয়েছিলেন। দেখা গিয়েছিল, তাঁর পণ্যগুলি উপস্থাপন করে স্বতঃস্ফূর্তভাবে রেকর্ড করা ভিডিওটি শুরু করেছিলেন, যার মধ্যে ছিল একটি হালকা চুলের জেল, রঙিন লিপ বাম এবং একটি গোলাপী ব্লাশ। ভিড়ে ঠাসা লোকজনের সামনেই তাঁকে একে একে ব্লাশ লাগাতে, চুলে জেল লাগাতে দেখা গিয়েছিল। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে বহুবার, যাতে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে দিল্লি মেট্রো। তারপরেই এই সিদ্ধান্ত।