• ছাত্রীদের হোস্টেলে গোপন ক্যামেরা, 'আই লাভ ইউ' মেসেজ পাঠিয়ে সঙ্গমের ইচ্ছেপ্রকাশ, দিল্লির আশ্রম বাবার আরও কীর্তি ফাঁস
    আজকাল | ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: আশ্রমে ছাত্রীদের হোস্টেলে গোপন ক্যামেরা, রাতবিরেতে অশ্লীল মেসেজ, সঙ্গমে লিপ্ত হওয়ার প্রস্তাব। দিল্লির নামী আশ্রমের প্রধান স্বামী চৈতন্যনন্দ সরস্বতীর বিরুদ্ধে আরও একগুচ্ছ ভয়ঙ্কর অভিযোগ প্রকাশ্যে এল। বৃহস্পতিবার দিল্লি পুলিশ জানিয়েছে, ওই আশ্রমে ছাত্রীদের হোস্টেলে গোপন ক্যামেরা বসেছিলেন তিনি। ছাত্রীদের মধ্যরাতে নিজের ঘরে ডেকে পাঠাতেন। বহুবার সঙ্গমে লিপ্ত হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন। 

    জানা গেছে, একাধিক ছাত্রীকে রাতবিরেতে 'আই লাভ ইউ' মেসেজ পাঠাতেন। বিদেশ সফরে তাঁর সঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন আশ্রম প্রধান। এফ আই আর -এ জানা গেছে, এক ছাত্রীর ইচ্ছের বিরুদ্ধে তাঁর নাম পরিবর্তনের জন্য জোরাজুরিও করেছিলেন ৬২ বছরের পার্থসারথি। 

    একের পর এক ছাত্রীকে যৌন হেনস্থা। কখনও হোয়াটসঅ্যাপে যৌন ইঙ্গিতপূর্ণ অশ্লীল মেসেজ। কখনও প্রকাশ্যে গালিগালাজ। কখনও আবার জোর করে সঙ্গম। লাগাতার শ্লীলতাহানির শিকার হয়ে অবশেষে থানায় ছুটলেন ১৭ জন ছাত্রী। শহরের জনপ্রিয় আশ্রমের প্রধানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন তাঁরা।

    খাস রাজধানীতে এক জনপ্রিয় আশ্রমের প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন একাধিক মহিলা। দিল্লির বসন্ত কুঞ্জ এলাকার জনপ্রিয় আশ্রমের ডিরেক্টর এই 'বাবা'। তাঁর বিরুদ্ধে কমপক্ষে ১৭ জন মহিলা শ্লীলতাহানি ও যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছেন। 

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, স্বামী চৈতন্যনন্দ সরস্বতী ওরফে পার্থসারথি শ্রী সারদা ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্টের প্রধান। তাঁর বিরুদ্ধে একাধিক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। ওই ইনস্টিটিউটে আর্থিকভাবে দুর্বল পরিবারের তরুণীরা ভর্তি হয়েছিলেন পোস্ট গ্রাজুয়েটের জন্য। 

    পুলিশ সূত্রে জানা গেছে, ৩২ জন তরুণী ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন পুলিশের কাছে। যাদের মধ্যে ১৭ জন তরুণীর বয়ান রেকর্ড করা হয়েছে। তরুণীদের অভিযোগ, স্বামী চৈতন্যনন্দ সরস্বতী প্রায়ই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেন। কটুক্তি করতেন তরুণীদের। নিত্যদিন অশ্লীল ভিডিও ও মেসেজ পাঠাতেন ফোনে। পাশাপাশি শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্যেও জোরাজুরি করতেন। 

    তরুণীদের অভিযোগ, একাধিকবার অভিযুক্ত পার্থসারথির বিরুদ্ধে ইনস্টিটিউটের মহিলা শিক্ষা কর্মীদের কাছে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু তাঁরাও স্বামী চৈতন্যনন্দ সরস্বতীর দাবি মেনে কাজ করার পরামর্শ দিয়েছিলেন। অবশেষে থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ জানায় ছাত্রীরা। 

    পুলিশ আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী চৈতন্যনন্দ সরস্বতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আশ্রম পরিদর্শন করেছে পুলিশের টিম। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ দায়ের করার পর থেকেই পার্থসারথি পলাতক। অনেকেই জানিয়েছেন, তাঁকে শেষ দেখা গেছে আগ্রায়। অভিযুক্তের খোঁজেও তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। 

    প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই আশ্রমেই স্বামী চৈতন্যনন্দ সরস্বতীর নামে একটি গাড়ি দেখা গেছে। যেটিতে ভুয়ো নম্বর ছিল। গাড়িটিও পুলিশ হেফাজতে নিয়েছে। পার্থসারথির বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর আশ্রম কর্তৃপক্ষ তাঁকে পদ থেকে সরিয়ে দিয়েছেন। 
  • Link to this news (আজকাল)