• চলন্ত মেট্রোর কামরায় ধুতি তুলে প্রস্রাব করছে বৃদ্ধ! ভিডিও ভাইরাল হয়ে বিতর্ক...
    আজকাল | ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:  দিল্লির মেট্রোতে সম্প্রতি এক বিরক্তিকর ও বিতর্কিত ঘটনা ঘটেছে। এক বৃদ্ধ যাত্রী মেট্রো কোচের ভিতরে হাঁটু গেড়ে বসে প্রস্রাব করার ভিডিও ভাইরাল হয়েছে। এক মাসের মধ্যেই এটি হলো দ্বিতীয় এই ধরনের ঘটনা, যা ভারতের জনসাধারণের শৃঙ্খলা এবং নাগরিক সচেতনতাকে নিয়ে নতুন করে প্রশ্ন তোলেছে।

    ভিডিওটি শেয়ার করেছেন X (আগের Twitter) হ্যান্ডেল @tanmoyofc। ভিডিওতে দেখা যায় বৃদ্ধ ব্যক্তি দুই কোচের সংযোগস্থলে দাঁড়িয়ে হাঁটু গেড়ে বসে প্রস্রাব করছেন, আর আশেপাশের যাত্রীরা চমকে তাকিয়ে থাকছেন। ভিডিওতে একটি হাস্যরসাত্মক অডিওও ব্যবহার করা হয়েছে, যেখানে বলিউড র‍্যাপার ইও ইও হানি সিং-এর উল্লেখ রয়েছে।

    ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে প্রায় দুই লাখ দর্শক পেয়েছে। নেটিজেনদের মধ্যে ক্ষোভের স্রোত বইতে শুরু করেছে। অনেকেই মন্তব্য করেছেন, এটি মানুষের বেসিক নাগরিক দায়িত্ব এবং শিষ্টাচারের প্রতি অবজ্ঞা প্রকাশ করছে। এক ব্যবহারকারী লিখেছেন, “এদের মনে হয় এই জন্মগত অধিকার হলো, পরিচ্ছন্নতা এবং মৌলিক নাগরিক সচেতনতার বিরুদ্ধে চিরকালীন শত্রু।” অন্য একজন মন্তব্য করেছেন, “এ ধরনের মানুষ সমাজের জন্য অত্যন্ত বিপজ্জনক।”

    অন্যদিকে কিছু ব্যবহারকারী বৃদ্ধকে সমর্থনও করেছেন। একজন লিখেছেন, “তিনি কিডনি সংক্রান্ত কোনো সমস্যায় ভুগছেন কিনা জানা নেই। ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি, গ্রামীণ মানুষ শহরের জনসমক্ষে অনেক ভালো আচরণ করেন।” এক নেটিজেন প্রশ্ন তুলেছেন, “কেন তাকে ট্রেন থেকে বের করা হচ্ছে না?” মোটকথা, এই ভিডিও আবারও দিল্লি মেট্রো এবং ভারতীয় শহুরে জনসাধারণের মধ্যে নাগরিক শৃঙ্খলা ও জনস্বাস্থ্য বিষয়ে উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে।

    উল্লেখযোগ্য, আগষ্ট মাসে আরও এক অনুরূপ ঘটনা ঘটেছিল। একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি তার ছোট ছেলেকে ইন্দিরলোক মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মের ধারেই প্রস্রাব করতে দিচ্ছেন, যা ট্রেন আসার কয়েক মুহূর্তের আগে। ভিডিওতে এক পাশের দর্শক ব্যক্তিরা দৃশ্যটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলছেন, “তাদের কোনো লজ্জা নেই। তারা তাদের ছেলে কে জনসমক্ষে প্রস্রাব করতে দিচ্ছে।”

     
  • Link to this news (আজকাল)