• মাকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ, কাঠগড়ায় ছেলে
    বর্তমান | ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, তেহট্ট: মাকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ একমাত্র ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার তেহট্ট থানার বেতাই দক্ষিণ জিতপুরে। জানা গিয়েছে, আনুমানিক গতকাল, বুধবার রাত দুটোয় যখন ঘরে শুয়ে ছিলেন বৃদ্ধা অর্চনা দাস। সেই সময়ে তাঁর ছেলে অমর দাস হঠাৎ করে ঘরে ঢুকে অর্চনাদেবীকে কোপাতে থাকে। পরে নিজের অটোতে আগুনও ধরিয়ে দেয় অভিযুক্ত। তারপরেই বাড়ি থেকে বেরিয়ে যায় সে। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে অর্চনাদেবীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যায়।জখম গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গে তাঁকে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। অর্চনা দাস বর্তমানে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল, রাতেই অভিযুক্ত ছেলে ধারাল অস্ত্র সহ আত্মসমর্পণ করে পুলিশের কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত অমর দাস একটি অটো কিনেছিল। সেই অটো চালিয়ে সেইভাবে আয় করতে না পেরে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন। সেই অবসাদের জেরেই গতকাল, বুধবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় বৃদ্ধা মাকে ধারাল অস্ত্র দিয়ে কোপায়। সেই সঙ্গে অটোতে আগুনও ধরিয়ে দেয়। 
  • Link to this news (বর্তমান)