দক্ষিণ কলকাতায় একটি গেস্ট হাউসে অগ্নিকাণ্ড! হতাহতের খবর নেই
বর্তমান | ২৫ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর মুখেই ফের শহরে অগ্নিকাণ্ড। গল্ফগ্রিন থানা এলাকায় প্রিন্স আনোয়ার শাহ রোডের উপর একটি গেস্ট হাউসের উপরতলে আগুন লাগে। সূত্রের খবর, সেখানে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। দুপুর ১টা নাগাদ ওই গেস্ট হাউসে আগুন লাগে। যা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের কয়েকটি ইঞ্জিন। প্রায় ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলের কর্মীরা।জানা গিয়েছে, ওই বহুতলে বেশ কয়েকজন আটকে পড়েছিলেন। তবে দমকলের কর্মীরা তৎপরতার সঙ্গে তাদের উদ্ধার করেন। কেউ হতাহত হননি। দমকল সূত্রে খবর, বহুতলটির ছাদে একটি অস্থায়ী ছাউনি ছিল। সেখানেই আগুন লাগে। ছাদে থাকা অস্থায়ী ছাউনি সহ সমস্ত আসবাবপত্র ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে আগুন নীচের তলায় ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে এনেছেন দমকলের কর্মীরা। কীভাবে ঘটল এই অগ্নিকাণ্ডের ঘটনাটি? খতিয়ে দেখছে দমকল।