• বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, সপ্তমী পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে
    দৈনিক স্টেটসম্যান | ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • পুজোর মধ্যে আকাশের মুখ ভার থাকার সম্ভাবনা। বঙ্গোপসাগরে নতুন ভাবে তৈরি হচ্ছে নিম্নচাপ। তার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টি চলবে। ফলে পুজোর মুখে দু্র্ভোগ অব্যাহত থাকবে শহর তথা রাজ্যবাসীর। কোথাও কোথাও ভারী বর্ষণের সতর্কতাও রয়েছে। আপাতত সপ্তমী পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

    আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এই ঘূর্ণাবর্তের উচ্চতা ৫.৮ কিলোমিটার। এ ছাড়া, পূর্ব-মধ্য এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এটি ধীরে ধীরে পশ্চিম দিকে এগোচ্ছে। এর প্রভাবেই আগামী ১২ ঘণ্টায় উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে।

    ২৬ সেপ্টেম্বর এটি ঘনীভূত হয়ে পরিণত হবে নিম্নচাপে। সেটি দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। ২৭ তারিখ সকালে নিম্নচাপটি ওড়িশা-অন্ধ্র উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্তত আগামী সাত দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৭ সেপ্টেম্বর কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    শুক্রবার বৃষ্টি কিছুটা কম থাকবে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। শনিবার দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি হবে। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।

    দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সোমবার অর্থাৎ, সপ্তমী পর্যন্ত ঝড়বৃষ্টি হওয়ার সতর্কতা জারি রয়েছে। কলকাতায় আলাদা করে কোনও সতর্কতা এই মুহূর্তে নেই। তবে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।উত্তরবঙ্গেও আপাতত সোমবার পর্যন্ত বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার পর্যন্ত উত্তরের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বলে খবর।

    বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩৫ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত থাকবে হাওয়ার বেগ। তাই রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে জারি করা হয়েছে লাল সতর্কতা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)