পর্যটক টানতে আলিপুরদুয়ারে তৈরি করা হচ্ছে বিশ্ব বাংলা গেট। আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান বাবলু কর জানিয়েছেন, শোভাগঞ্জ মোর, কালজানি ব্রিজ ও দমকল কেন্দ্রের সামনে বিশ্ব বাংলা গেট তৈরি করা হবে। বৃহস্পতিবার এই গেটগুলির নকশা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
আলিপুরদুয়ার পুরসভা সূত্রে খবর, ২০২৬ সালের জানুয়ারি মাসের আগেই এই গেটগুলি শহরের মানুষকে উপহার দেওয়া যাবে। ই-টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে হয়ে গিয়েছে। পুরসভা নিজস্ব তহবিল থেকে এই গেট তৈরি করবে। যদিও ঠিক কত তা খরব হবে, তা অবশ্য এখনই বোঝা সম্ভব নয় বলে জানিয়েছেন পুরপ্রধান।
পর্যটকদের কাছে আলিপুরদুয়ার শহরকে আরও আকর্ষণীয় করে তুলতে আরও একাধিক সিদ্ধান্ত নিয়েছে পুরসভার। আর সেই কারণেই ঝিল সংস্কার, নতুন পার্ক তৈরির পাশাপাশি এবার তৈরি করা হচ্ছে বিশ্ব বাংলা গেট। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পুরসভার তরফে এই তিনটি গেটের নকশা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমস্ত কাউন্সিলর থেকে ইঞ্জিনিয়াররা।