• প্রিন্স আনোয়ার শাহ রোডের গেস্ট হাউসে আগুন, দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
    দৈনিক স্টেটসম্যান | ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • উৎসবের মরসুমে কলকাতায় ফের অগ্নিকাণ্ড। প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি গেস্ট হাউসে আগুন লাগে। বহুতল ওই গেস্ট হাউসের একবারে উপরতলে আগুন লেগেছে বলে খবর। বহুতলে একটি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে।

    জানা গিয়েছে, দুপুর ১টা নাগাদ আগুন লাগে ওই গেস্ট হাউসে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজনই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় দমকল।

    দমকল সূত্রে জানানো হয়েছে, বহুতলের ভিতরে যাঁরা আটকে ছিলেন, তাঁদের উদ্ধার করা হয়েছে। আগুন লাগার পর অনেকেই বহুতলের বাইরে বেরিয়ে আসেন তাঁরা।প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এসি থেকে আগুন লেগেছে।

    স্থানীয়েরা জানাচ্ছেন, এই বহুতলে কয়েকটি অফিস এবং  শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। দমকল জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। ওই বহুতলের আশপাশেই রয়েছে আরও অনেক বাড়ি। আগুন লাগার ঘটনায় লাগোয়া বাড়িগুলির বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)