• জুনিয়র ডাক্তার অনিকেতের বদলি খারিজ
    দৈনিক স্টেটসম্যান | ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • আরজি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতোর বদলি খারিজ হাইকোর্টে। আরজি কর মেডিক্যালেই পোস্ট দিতে হবে অনিকেতকে এমনটাই নির্দেশ আদালতের। চিকিৎসক অনিকেত মাহাতো রায়গঞ্জে বদলি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। বুধবার সেই মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু রায় দেন। রাজ্যের আপত্তি উপেক্ষা করে এদিন বিচারপতির নির্দেশ আরজি কর মেডিক্যালেই পোস্টিং দিতে হবে অনিকেতকে।

    আরজি কর আন্দোলনে যুক্ত ৩ চিকিৎসককে পোস্টিং দেওয়ার বিষয়ে বিতর্ক উঠেছিল। উপযুক্ত র‍্যাঙ্ক থাকা সত্ত্বেও অনিকেত মাহাতোকে রায়গঞ্জে পোস্টিং দেওয়া হয়েছিল। এরপরে এই বিষয়ে হাইকোর্টে মামলা করেন অনিকেত। অনিকেতের বক্তব্য ছিল পছন্দমতো পোস্টিং দেওয়ার জন্য কাউন্সেলিং করা হয়। কিন্তু তা যদি না দেওয়া হয়, তাহলে কাউন্সেলিংয়ের মানেটা কী? এই প্রশ্ন তুলে অনিকেত হাইকোর্টের দ্বারস্থ হয়। আদালতে অনিকেত মাহাতো দাবি করেন, তাঁর র‍্যাঙ্ক ২৪। আরজি কর হাসপাতালে অ্যানাস্থেশিয়া বিভাগে ৪টি শূন্যপদ ছিল।

    একটি শূন্যপদে মেধাতালিকায় অনিকেতের আগে থাকা একজনকে নিয়োগ করা হয়েছে। দুটি শূন্যপদে ২৬ এবং ৩৪ র‍্যাঙ্ক করা দুই চিকিৎসক নিযুক্ত রয়েছেন। কিন্তু অনিকেত ওই হাসপাতালে নিয়োগ পাননি। অনিকেতের সঙ্গে আরও দুই চিকিৎসক দেবাশিষ হালদার ও আসফাকুল্লা নাইয়াও আদালতের দ্বারস্থ হন। দেবাশিষকে গাজোল ও আসফাকুল্লাকে আরামবাগে পোস্টিং করা হয়। হাইকোর্টে এই মামলা দায়ের করার পর রাজ্যের দাবি ছিল এই মামলাটি স্যাটে পাঠানো হোক। কিন্তু রাজ্যের সেই আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। বুধবার এই মামলার শুনানি হয়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)