• ছাঁটাইয়ের প্রতিশোধ! চতুর্থীর সকালে প্রাক্তন ‘বস’কে কোপ যুবকের, কাটা গেল হাত
    প্রতিদিন | ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • শান্তনু কর, জলপাইগুড়ি: ছাঁটাইয়ের প্রতিশোধ। রাগে পুরনো মালিককে এলোপাথাড়ি কোপ প্রাক্তন কর্মীর। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল জলপাইগুড়ির কোতয়ালিতে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে সত্যিই কি শুধুমাত্র কাজ হারানোর রাগেই এই ঘটনা? নাকি নেপথ্যে অন্য কোনও রহস্য, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

    জানা গিয়েছে, আক্রান্তের নাম পিন্টু দেবনাথ। তিনি তামাক ও খড়ির ব্যবসা করেন তিনি। পিন্টুর অধীনেই কাজ করত অভিযুক্ত প্রসূন দাস। কিছুদিন আগে প্রসূনকে কাজ থেকে ছাঁটাই করেন পিন্টু। তাতে স্বাভাবিকভাবেই রাগ জমেছিল মনে। তার পরিণতি হল ভয়ংকর। বৃহস্পতিবার সকালে আচমকাই ধারালো অস্ত্র নিয়ে পিন্টুর উপর চড়াও হয় প্রসূন। এলোপাথাড়ি তাকে কোপাতে শুরু করে। টুকরো হয়ে যায় পিন্টুর হাত। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি।

    তড়িঘ়ড়ি আহত ব্যবসায়ীকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে শিলিগুড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কোতোয়ালি থানার পুলিশ গিয়ে অভিযুক্ত প্রসুন দাসকে গ্রেপ্তার করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। শুধুমাত্রই কাজ হারানোর রাগে এই ঘটনা নাকি অন্য কিছু, তা জানার চেষ্টায় তদন্তকারীরা।
  • Link to this news (প্রতিদিন)