অর্ণব আইচ: চতুর্থীর সকালে শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। প্রিন্স আনোয়ার শাহের একটি গেস্ট হাউসের শীর্ষতলে এই আগুন লাগে। ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলের পাঁচটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। কীভাবে এই আগুন তা এখনও স্পষ্ট নয়। দ্রুত ওই গেস্ট হাউস থেকে সমস্ত আবাসিক এবং কর্মীদের বের করে আনা হয়। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের জেরে গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা প্রিন্স আনোয়ার শাহ। ঘটনার পরেই পুলিশের তরফে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
জানা যায়, এদিন একটা নাগাদ ওই গেস্ট হাউসের চারতলায় প্রথম আগুন দেখা যায়। দমকল সূত্রে খবর, সেখানে অস্থায়ী কাঠামো নির্মাণ করে রান্নাঘর তৈরি করা হয়েছিল। প্রথম সেখানেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। কিছুক্ষণের মধ্যে তা গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। একেবারে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। অন্যদিকে কীভাবে আগুন তা খতিয়ে দেখছে দমকল। তবে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত রাখা হয়েছিল বলেই দাবি আধিকারিকদের।
অন্যদিকে এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, দমকল কাজ করছে। তবে গেস্ট হাউসের শীর্ষতলাটি আইন মেনে করা হয়েছে কিনা খতিয়ে দেখা হবে। এবং সেই মতো ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।