• পুজোর ভিড় সামলাতে পদক্ষেপ রেলের, পঞ্চমী থেকে হাওড়া-শিয়ালদহে বাড়তি সুরক্ষা
    প্রতিদিন | ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • নব্যেন্দু হাজরা: পুজোর ভিড় সামলাতে এবার আগে থেকেই কোমর বেঁধে নামছে পূর্ব রেল। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে তা সবিস্তারে জানানো হয়েছে। ২৭ সেপ্টেম্বর অর্থাৎ পঞ্চমী থেকেই হাওড়া, শিয়ালদহের বিভিন্ন শাখায় বাড়তি রেল পুলিশ মোতায়েন করা হবে। যাত্রীদের সুরক্ষা এবং অপরাধমূলক কাজ রুখতে থাকবেন অতিরিক্ত মহিলা আরপিএফও। এছাড়া পুজোর দর্শনার্থীদের ভিড় সামলাতে শিয়ালদহে খোলা হচ্ছে অতিরিক্ত টিকিট কাউন্টার।১ নং  প্ল্যাটফর্মে ‘প্রফুল্ল দ্বার’ উন্মোচন হয়েছে। এখান দিয়ে স্টেশনে সহজে প্রবেশ করতে পারবেন যাত্রীরা। 

    দুর্গাপুজোর কয়েকটা দিন কলকাতায় রাতভর ঠাকুর দেখার ভিড় নতুন কিছু নয়। এই ভিড়ের অনেকটাই ট্রেন ও মেট্রোযাত্রীদের। তাঁদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে মেট্রো কর্তৃপক্ষ প্রতি বছর সারারাত পরিষেবা দিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ইতিমধ্যে মেট্রোরেলের তরফে পঞ্চমী থেকে দশমীর সূচি প্রকাশ করা হয়েছে। এবার পুজোয় রেলযাত্রীদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থার কথা ঘোষণা করল পূর্ব রেল। ২৭ তারিখ অর্থাৎ পঞ্চমী থেকে হাওড়া ও শিয়ালদহ শাখার সবচেয়ে জনবহুল স্টেশনগুলিতে আরপিএফের টহলদারি বাড়বে।

    শিয়ালদহ ও হাওড়া স্টেশন লাগোয়া অন্তত ২০০টি নামী পুজোমণ্ডপকে ঘিরে এই নিরাপত্তা ব্যবস্থা। নামানো হবে স্পেশাল আরপিএফ। এঁদের মধ্যে থাকবেন ৫০০ জন মহিলা আরপিএফও। খোলা হচ্ছে কন্ট্রোল রুম। ভিড়ের মাঝে চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা রুখতে ড্রোনের সাহায্যে নজরদারি চালাবে রেল পুলিশ। এছাড়া সাড়ে ৬ হাজারের বেশি সিসিটিভি ক্যামেরায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম থেকে নজরদারি চলবে। এসবের জন্য পুজোর সময়ে বাড়তি কর্মী মোতায়েন করছে পূর্ব রেল। 

    এদিকে রেল সূত্রে আরও খবর, যাত্রীদের সুবিধায় পুজোর সময় শিয়ালদহ, দমদমে বাড়তি টিকিট কাউন্টার খোলা হচ্ছে। এর মধ্যে দিব্যাঙ্গ অর্থাৎ বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য রয়েছে আলাদা কাউন্টার। দ্রুত টিকিট দিতে চালু হচ্ছে কিউআর কোড দেওয়া টিকিটও। পূর্ব রেলের তরফে যাত্রীদের কাছে অনুরোধ, নিজের নিকটবর্তী স্টেশন থেকে গন্তব্য পর্যন্ত সঠিক ভাড়া দিয়ে টিকিট কেটে যাতায়াত করুন, অযথা কোথাও ভিড় বাড়াবেন না। তাহলেই যাত্রা নিরাপদ হবে।
  • Link to this news (প্রতিদিন)