• উৎসবের সময়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা? রইল আয় বুঝে ব্যয়ের কয়েকটি খতিয়ান
    আজকাল | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের উৎসবের সিজনে ভারতীয়দের ভ্রমণ চাহিদা গত বছরের তুলনায় প্রায় ১৮ শতাংশ বেড়েছে, এমনই জানিয়েছে ট্রাভেল প্ল্যাটফর্ম থ্রিলোফিলিয়া। এই উত্থান কেবল সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয় বরং ভারতীয়দের ভ্রমণ রুচি, পরিকল্পনা এবং খরচের ধরণে এক নতুন ধারা তৈরি করছে।

    প্রতিবেদন বলছে, বর্তমানে আন্তর্জাতিক বুকিংয়ের ৭০ শতাংশের বেশি যাচ্ছে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের স্বল্প দূরত্বের গন্তব্যে। দীর্ঘ আন্তমহাদেশীয় সফরের বদলে ভারতীয়রা এখন ৪–৬ দিনের ছোট্ট ‘গেটঅ্যাওয়ে’কেই প্রাধান্য দিচ্ছেন। দুবাই, সিঙ্গাপুর ও থাইল্যান্ড আন্তর্জাতিক ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয়, আর দেশীয় ভ্রমণে রাজস্থান, হিমাচল ও গোয়া শীর্ষে রয়েছে। ভ্রমণের সহজলভ্যতা এবং সময়ের সঠিক ব্যবহার এই সিদ্ধান্তের মূল চালক।এবারের উৎসব ভ্রমণে সবচেয়ে বড় ট্রেন্ড হল ‘স্মার্ট লাক্সারি’। অতিরিক্ত খরচ ছাড়াই প্রিমিয়াম ও কিউরেটেড অভিজ্ঞতা নেওয়ার ঝোঁক বাড়ছে। ভ্রমণকারীরা বুটিক বা ব্র্যান্ডেড হোটেলে থাকতে চান এবং বেছে নিচ্ছেন বিশেষ অভিজ্ঞতা—যেমন দুবাইয়ের সানডাউনর ডেজার্ট সাফারি বা সিঙ্গাপুরের ইভনিং বে ক্রুজ।

    একটি স্বল্প দূরত্বের আন্তর্জাতিক সফরে গড় খরচ হচ্ছে প্রায় ৯৫,০০০, আর দেশীয় সফরে খরচ হচ্ছে ৪৫,০০০ প্রতি ব্যক্তি। ভ্রমণকারীরা সাধারণত যাত্রার ৯–১২ দিন আগে বুকিং করছেন, যা কিছুটা পরিকল্পনার সঙ্গে নমনীয়তাও বজায় রাখছে।

    প্রতিবেদনে উঠে এসেছে যে, সুরাট, কোয়েম্বাটুর, ইন্দোর, নাগপুর, ভিজাগ ও ভাদোদরা-র মতো টিয়ার-২ ও টিয়ার-৩ শহরগুলো উৎসব ভ্রমণে নতুন চাহিদা যোগ করছে। এর ফলে সার্বিকভাবে ভ্রমণ চাহিদায় ৬–৮ শতাংশ পয়েন্ট বৃদ্ধি ঘটেছে। অর্থাৎ উৎসবের ভ্রমণ আর কেবল বড় শহরের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সারা দেশজুড়েই এক সামগ্রিক ঘটনায় পরিণত হচ্ছে।

    জনপ্রিয় ভ্রমণস্থলের বাইরে এবার অনেকেই খুঁজছেন শান্ত, ঐতিহ্যময় ও ভিড়মুক্ত জায়গা। গান্ডিকোটা, পচমাড়ি, হামপি, বিনসার এবং মেঘালয়-জিরো বেল্ট-এর মতো অফবিট গন্তব্যে বুকিং বেড়েছে। এগুলোকে বলা হচ্ছে ‘হাশ লাক্সারি’ স্পট, যেখানে ভিড় এড়িয়ে প্রকৃতির সান্নিধ্যে একান্ত অভিজ্ঞতা পাওয়া যায়।

    অন্যদিকে উচ্চ আয়ের ভ্রমণকারীরা খুঁজছেন এক্সক্লুসিভ আন্তর্জাতিক অভিজ্ঞতা। তানজানিয়া ও বতসোয়ানাতে বিলাসবহুল সাফারির চাহিদা বেড়েছে, যেখানে প্রতি ব্যক্তি খরচ হচ্ছে ১.৬ থেকে ২.৫ লাখ—৫ থেকে ৭ রাতের সফরের জন্য। সিনিয়র ভ্রমণকারীরাও পিছু হটছেন না। কেউ যাচ্ছেন কেনিয়ার লজ সাফারিতে, কেউ আবার জাপানের শরতের শহর সফরে। সব মিলিয়ে বলা যায়, উৎসব ভ্রমণে ভারতীয়রা এখন আরও বেছে নিচ্ছেন সময়োপযোগী, অনন্য ও অভিজ্ঞতা-সমৃদ্ধ ভ্রমণ—যা আগামী দিনে গোটা ভ্রমণ শিল্পের ধারা পাল্টে দিতে চলেছে।
  • Link to this news (আজকাল)